গুনাহ মাফ করো হে প্রভূ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গুনাহ মাফ করো হে প্রভূ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************
ওহে প্রভূ! গুনাহ মাফ করো হে করিম,
রহমতের নূর ছড়াও, হে রাহমান, হে রশিদিম।
দাও আমাদের অন্তর পবিত্র, হে করিম, হে আল্লাহ,
মাফ করো ভুল, দাও তাওবাহ, হে করিম হাফিজ আল্লাহ।
হে রাব্বুল আলামিন, দাও হিদায়াতের আলো,
মোর জীবনের অন্ধকার দূর করো, হে করিম হাবান।
মোর দুঃখ দূর করো, হে রহিম, হে করিম,
মোর অন্তর হোক হিলাল, দাও নূর, দাও বারকাত।
ওহে করিম! আমাদের দোয়া কবুল করো, হে হাফিজ,
মোর জীবন হোক শান্তির দিগন্ত, হে আল্লাহ, হে করিম।
মাফ করো খতা, দাও আমাদের ইমানের জোয়ার,
দাও আমাদের হৃদয়ে রহমতের স্রোত, হে রাহমান।
স্তবক ৪:হে প্রভূ! দাও আমাদের সাহস ও ধৈর্য, হে করিম,
আমাদের পথ দেখাও, হে আল্লাহ, হে রহিম, হে করিম।
মোর অন্তর হোক খুশবুতে ভরা, হে রাব্বুল করিম,
মোর জীবন হোক আলোর নূরে, হে করিম, হে হাফিজ।
ওহে করিম! দাও আমাদের দুঃখ ভুলে যাওয়ার ক্ষমতা,
মোর অন্তর হোক সাফ, হে আল্লাহ, হে রহিম, হে করিম।
মাফ করো আমাদের ভুল, মাফ করো আমাদের অবহেলা,
দাও হে প্রভূ, শান্তির বার্তা, হে করিম, হে করিম।
হে আল্লাহ! দাও আমাদের দোয়া ও হিদায়াত,
মোর হৃদয় হোক পবিত্র, হে করিম, হে রাহমান।
মোর জীবন হোক জয়ময়, হে প্রভূ, হে করিম,
দাও দুঃখ ভুলে যাওয়া, হে রহিম, হে করিম আল্লাহ।
-----------------------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।