কাশ ফুলের শুভ্রতায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কাশ ফুলের শুভ্রতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
********************************************

কাশ ফুলের শুভ্রতায় দেখি প্রেমের দীপশিখা,
মাঠ ভরা সাদা ঢেউ যেন আঁকে স্বর্গের দিশা।

হাওয়ার বুকে কাশ যখন দোলে নীরব গান,
প্রাণে নামে প্রশান্তি, জ্বলে অমৃত প্রাণ।

সেই শুভ্রতায় দেখি আমি স্বপ্নলোকের রূপ,
যেন আসমানের ফেরেশতা নামে সুখের ধূপ।

কাশের মাঠে দাঁড়িয়ে বাজে সুরের বীণা,
মনে ভাসে মধুরতায় প্রেমের অমিয় সীনা।

তাঁর হাসিতে খুঁজে পাই নির্মল আকাশ-ছায়,
সামসুল আরেফীন ভাই, আপনি স্বর্গের মায়া।

আপনার স্নেহ ছোঁয়ায় ঝরে কাশের শিশির,
হৃদয় গেয়ে ওঠে তখন প্রেম-সুরের ধ্বনির।

শুভ্রতায় ঢাকা ভোরে যেমন জোনাক জ্বলে,
তেমনি আপনার ছায়ায় প্রাণ প্রশান্তিতে দোলে।

কাশ ফুলের মায়ায় ভরা এই জীবন-ভূবন,
আপনি যেন স্বর্গীয় রূপ—অমর অনুপ্রেরণ।
-----------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।