সম্প্রীতির অগ্নিশিখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সম্প্রীতির অগ্নিশিখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

ওরে মানব! তোকে ডাকে মুহব্বতের সওদা,
ভাঙ রে নফরতের শৃঙ্খল, গড় আমানের নওদা।

ইবাদতের আসল মানে — মানবতাই জান,
উম্মাহ্‌র মিলনে খুঁজে পা, রহমতের দান।

দোস্তি চেরাগে দিল জ্বালো, অন্ধকার পোড়াও,
খেয়াল-খোয়াবে শান্তির গান, দুনিয়াতে ছড়াও।

সুলহ্‌ আর মেহেরবানি কর, লিখো নতুন কিতাব,
অন্যায়-জুলুম পুড়িয়ে দাও, তবেই হবে হিশাব।

হাকীকতের মশাল জ্বালো, জাগাও ভ্রাতৃত্ব,
দু’আয় মিলুক সকল প্রাণ — প্রেমেই হোক শাশ্বত।

ভালোবাসা নূরের শিখা, দাও হৃদয়ে জ্বাল,
মুহব্বতে দুনিয়া হবে, জান্নাতের খেয়াল।

কোনো জাতি, কোনো ভেদ, নেই ধর্মের দেয়াল,
ইনসাফ আর ইখলাসে গড়ো, নয়া এক খেয়াল।

মানবের রুহে গাও আজ, ঐক্যের গান,
আমানের বাগিচাতে ফুটুক, রহমতের জান্নান।

দোস্তির ডাকে জাগুক নব দুনিয়ার আশা,
সুলহ্‌র পতাকা ওড়ুক, মুহব্বতের ভাষা।
-------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।