মসজিদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মসজিদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

ওহে মুমিন! মসজিদে চলো, নূর-এর আলোয় ভাসি,
সালাত-এর রিহাব, হৃদয় আমাদের ইমানে রাখি।

ওহে মুমিন! মিনার-এর ছায়া আকাশে নূর ছড়ায়,
রুহানিয়াত-এর বাতাসে মন শান্তির গান গায়।

ওহে মুমিন! ক্বুরআন-এর আয়াত পড়ি মধুর সুরে,
ফাতিহা-এর নাজাকত হৃদয় ভরে দিক নূরবে।

ওহে মুমিন! দোয়া করি, রহমত হোক বারবার,
জাকাত-এর বরকত ছড়াক, প্রভু আমাদের দয়া দার।

ওহে মুমিন! ইসলাম-এর পথে চলি সব প্রাণে,
সালাম-এর শান্তি ছড়াক, নূরানী জীবন মানে।

ওহে মুমিন! মিনার-এর আলোয় সুর্য-চাঁদের মিশ্রণ,
রাহাত-এর নূর ছড়াক, দুনিয়ার সব কষ্ট মুছো ভ্রণ।

ওহে মুমিন! রুহানিয়াত-এর ঝর্ণা, হৃদয়কে দোয়া দাও,
হায়াত-এর প্রশান্তি, নূর-এর ছায়া সব আয়োজন।

ওহে মুমিন! মাহফিল-এর সুরে ক্বুরআন-এর জাদু,
রুহ-এর তৃপ্তি মেলে, ফিতরা-এর বরকত খুঁজে।

ওহে মুমিন! সালাত-এর জোয়ালে, দোয়ার ঢেউ,
মাহফুজ হোক জীবন, আল্লাহ-এর রহমত বেউ।

ওহে মুমিন! মসজিদ আমাদের নূরানী ঠিকানা,
ইমান-এর বাতি জ্বলে, শান্তির ভোরের আহ্বান।

ওহে মুমিন! ক্বিয়াম-এর দৃঢ়তা, সিফাত-এর আলো,
রাহমান-এর রহমত হোক, মসজিদে মিলন জ্বালো।
-------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।