চিকিৎসার সৌরভ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চিকিৎসার সৌরভ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*************************************************
ডা. সৌমিক আহমেদ সৌরভ
এস. এস. সি - ২০০৮ & এইচ. এস. সি - ২০১০
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।
এম. বি. বি. এস (সেশন - ‘১০/‘১১)
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
এফ. সি. পি. এস (মেডিসিন /‘২০)
অনারারী ট্রেনিংরত (ডিএমসি)।
গ্রাম ও পোস্ট : তরগাঁও, কাপাসিয়া।
মেডিকেল মোড় (পুরাতন খেয়াঘাট)।
****************************************************
চিকিৎসার সৌরভ
-------------------------------------------
সৌরভের নামেই আছে জীবনগান,
ডা. সৌমিক আহমেদ সৌরভ—মানবতার প্রাণ।
বিজ্ঞান যার হাতে আলোর প্রদীপ,
রোগীর নয়নে জাগান আশার সিপ।
ঢাকা মেডিকেলের জ্ঞানের মশাল,
সেবার মন্ত্রে জাগায় বিশ্বজগৎকাল।
এফ. সি. পি. এস-এর দীপ্ত মহিমা,
চিকিৎসায় মেলে জীবনের মহাকাব্য সীমা।
তরগাঁওয়ের মাটি, গ্রামীণ গন্ধ,
কাপাসিয়ার বুকে সেবার ছন্দ।
মেডিকেল মোড়ে তাঁর পদধ্বনি,
আশায় ভরে ওঠে ভাঙা জীবনী।
চিকিৎসা কেবল নয় দেহের যতন,
এ যে মানবপ্রেম—আলোকের পঠন।
প্রকৃতি, সাহিত্য, বিজ্ঞানের ছায়া,
সৌরভের সেবায় মিলেছে মায়া।
হে সৌমিক আহমেদ সৌরভ, সেবার কবি,
তুমি মানবতার শাশ্বত রবি।
তোমার চিকিৎসা—আশার ফুল,
তোমার নামেই ফুটুক জীবনের কূল।
------------------------------------ সূত্র অনলাইন।
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।