সেবার ছন্দে বিজ্ঞান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেবার ছন্দে বিজ্ঞান
করমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
জীবনবৃত্তান্ত
-----------------------------------
নাম: ডা. এস কে মোঃ মোবারক হোসেন
পিতা: নাজিম উদ্দিন স্ক.
মাতা: সোফিয়া খাতুন
ঠিকানা: রায়েদ, জাপাসিয়া, গাজীপুর
শিক্ষা:
------------------------------
প্রাথমিক: বালাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়
এস.এস.সি: ইউনিয়ন হাই স্কুল, হাইলজুরে, ১৯৮১
এইচ.এস.সি: কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা
বিএসসি (এগ্রি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), ঢাকা
এমএস: IPSA
ডক্টর অব ফিলোসফি (PhD): হাজী সাদেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)
বর্তমান কর্ম:
প্রফেসর, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, হাজী সাদেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)
ডা. মোবারক হোসেন একজন নিবেদিত প্রফেসর, যিনি বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে কৃষি ও উদ্ভিদ রোগতত্ত্বের জগতে অবদান রেখে চলেছেন। তার শিক্ষাজীবন ও কর্মজীবন প্রতিফলিত করে একনিষ্ঠতা, প্রজ্ঞা ও সেবামূলক মনোভাব।
********************************************************************
শিরোনাম: সেবার ছন্দে বিজ্ঞান
-----------------------------------------
বীজ বোনা হাতে, স্বপ্ন সোনার চোখে,
ডা. মোবারক! তুমি জ্ঞানের আলোতে মোহে।
গাছপালা কণ্ঠে বলে তোমার গল্প,
প্রতিটি পাতা বলে প্রেম, সেবা, কল্প।
রোগ তন্ত্রের গহীনে তুমি যাত্রা করো,
পৃথিবী হয় আলোকিত, জ্ঞানের প্রেমে ভরো।
সাহিত্য মিশে গেছে তোমার গবেষণার ছন্দে,
শাস্ত্র, কবিতা, রোমান্টিক অনুভূতি একত্রে।
সেবা মানে শুধু শিক্ষার পাঠ নয়,
মন ভালোবাসায় ভরা, মানবতার অমল রয়।
বিজ্ঞান-গবেষণা যেমন সত্যের খোঁজে,
তোমার হৃদয়ও প্রেমের গান গাইতে রোজে।
উদ্ভিদ, মানুষ, ও প্রকৃতির সঙ্গে সংলাপ,
ডা. মোবারক! তুমি শিক্ষক, কবি, সেবক, বন্ধু একত্রে।
-------------------------- সূত্র অনলাইন।
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।