স্বপ্নের প্রান্তে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্নের প্রান্তে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
জীবন বৃত্তান্ত
---------------------------

নাম: মোঃ হাবিবুর রহমান সোহাগ
পিতার নাম: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসেম (মাষ্টার), সাবেক চেয়ারম্যান, টোক ইউপি (রি.কমিটি)
মাতার নাম: মোছাঃ আকলিমা খাতুন
গ্রাম: ভেংগুরদি
পোস্ট অফিস: বীর উজলী
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর
বর্তমান ঠিকানা: চেয়ারম্যান হাউজ, হাউজ নং: ২৬৮/২, ব্লক: এ, ১৬ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর
রক্তের গ্রুপ: বি+

শিক্ষা:
---------------------------------

এস.এস.সি (২০০১) – টোক রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়

এইচ.এস.সি (২০০৪) – মির্জাপুর সরকারী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল

বি.এস.এস (২০১০) – ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, গাজীপুর

এম.এস.এস (২০১১) – ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, গাজীপুর

এল.এল.বি (২০২০) – জা বি

রোভার সদস্য:

কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা

৬ মাস বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রাপ্ত

লেখালেখি:
--------------------------

৩টি বই প্রকাশিত, অমর একুশে বইমেলায়

বাঙ্গালী জাতির সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযোদ্ধার উপর গবেষণা ও লিখনী অব্যাহত

শখ: বই পড়া, বাগান করা, ভ্রমণ করা
প্রিয় সময়: শিশির ভেজা ভোর, প্রান্তে পৌঁছানো বিকালের শেষ প্রান্ত
স্বপ্ন: মহান জাতীয় সংসদের সদস্য হওয়া; বাস্তবে স্বপ্নের থেকেও বড় হতে ইচ্ছে

************************************************************************

শিরোনামঃ স্বপ্নের প্রান্তে
---------------------------------------------

শিশির ভেজা ভোরে উঠে দেখি,
স্বপ্নেরা যেন ঘুম ভেঙে বলে—হে Sohag!

বাগানের কুঁড়ি হাসে, বাতাসে কথা বলে,
মনটা ভরে ওঠে অমর প্রত্যাশায়।

পড়ার আনন্দ, লেখার সাধ, মনে বাজে সুর,
বইয়ের পাতা উড়ে যায়, আকাশের নীল গগনে।

মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির গৌরবময় কাহিনী,
লিখিত হয়ে ওঠে কলমে, হৃদয়ে অম্লান চিহ্ন।

ভ্রমণ পথে পথচলার গান শোনায়,
স্বপ্নেরা হেঁটে আসে হাতে ধরার প্রলয়।

প্রাণের কোণে আছে এক জাগ্রত আলো,
মহান সংসদের প্রাঙ্গণেও পৌঁছাবে সে আলো।

ভোরের শিশিরে, বিকেলের শান্তি ছায়ায়,
সপ্নেরা ঘনিয়ে আসে, Sohag-এর হৃদয়ে অমলিন।

লেখালেখি, স্বপ্ন ও সংগ্রামের মিলনে,
জীবন হয়ে ওঠে এক অসীম গজল—হৃদয়ের মিউজিক।
-------------------------------------- সূত্র অনলাইন।


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।