বাবার বন্ধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বাবার বন্ধু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************************
শৈশবের স্মৃতি তুমি, মধুর সেই সাথি,
আলোর দিশারী তুমি, অন্তরে নূর-ইশক রাতি।
তুমি আর বাবা মিলি, খেলেছিলে বাগিচায়,
মেহফিলে ইশক গাঁথা, রঙিন মহফিল-ই রাতি।
চুলে এসেছে শুভ্রতা, তবু দিলি ফানা হয়নি,
মোহাব্বতে ভরপুর রুহ, রহমতের হায়াতি।
তোমার সোহবতে বাজে, পুরোনো দোয়া-দরুদ,
কালবের দরপনে জ্বলে, আনোয়ারে নূরানি।
বাবার বন্ধু — কবি : আব্দুল মান্নান,
বাবার আর তোমার বন্ধুত্ব নদীর মত বিস্তৃত।
দুই প্রাণের বন্ধুত্ত্ব থাকুক চির অটুট,
দোয়া করি বাবার বন্ধু, দীর্ঘায়ু হোক সর্বক্ষণ।
আল্লাহ তোমাদের হায়াতে তাইয়্যাবা দান করুন,
পুরোনো কাপাসিয়া কলেজ, আজো মনে বাজে।
্এখন বয়সের ভারে ন্যুব্জ, তবু প্রাণ টানে,
স্মৃতির সুবহে বাজে, অতীতের সুরবাতি।
মধুর স্মৃতি ভেসে আসে, অন্তরে রঙিন বাতি,
তুমি শিখিয়েছো ধৈর্য, জীবন রঙে ভরা।
সেই বন্ধুত্বের গল্প, স্মৃতির সুগন্ধি ছায়া,
স্কুল কলেজের পড়া, পাহাড়ি পথের গান।
-------------------------------------------------
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।