ঈদের উল্লাস
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঈদের উল্লাস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

ইদ মোবারক! আনন্দে ভরা মন,
আল্লাহু আকবার! বাজে খুশীর সুরে শোন।
দোয়া, মিলন, হাসি, আলোর আলো,
ওহে মুমিন! হৃদয় ভরে ঈদের খুশী লালো।

চাঁদ উজ্জ্বল আকাশে, বাতাসে নূর-ই-রাহিম,
হৃদয়ে বাজে সালাম, মিলন-ই-মাহবুব-ই-আলম।
নাফসের দুঃখ ঝরে যায়, হামদ-ই-হাবিব বাজে সুরে,
মিষ্টি রেসালা হাতে, জামাতের শোভা ভরে জগতে।

ইদ মোবারক! আনন্দে ভরা মন,
আল্লাহু আকবার! বাজে খুশীর সুরে শোন।
দোয়া, মিলন, হাসি, আলোর আলো,
ওহে মুমিন! হৃদয় ভরে ঈদের খুশী লালো।

ফাতেহা পাঠ করি, দোয়া করি মহফুজে,
তাওবা মানা প্রাণে, নূরানী দোয়া ভাসে হৃদয়ে।
সেলফি-ই-মিলন, মিলনের হাসি-মুখে বারি,
হৃদয়-নিসর্গে বাজে ঈদের আনন্দের ব্যঞ্জনা।

ইদ মোবারক! আনন্দে ভরা মন,
আল্লাহু আকবার! বাজে খুশীর সুরে শোন।
দোয়া, মিলন, হাসি, আলোর আলো,
ওহে মুমিন! হৃদয় ভরে ঈদের খুশী লালো।


আনন্দ-ই-ইকবাল, প্রীতি-ই-ইশক, ফাতেমা-ই-সুরে,
দোস্তি-ই-মহফুজ, মিলন-ই-খোদা আলোর জ্যোতি।
খুশীর ঝর্ণা বইছে, দোয়া-ই-সেলাম ফুরায়,
মিলন-ই-ভাইয়ানা, আল্লাহর রহমত ভাসে ধারে।

ইদ মোবারক! আনন্দে ভরা মন,
আল্লাহু আকবার! বাজে খুশীর সুরে শোন।
দোয়া, মিলন, হাসি, আলোর আলো,
ওহে মুমিন! হৃদয় ভরে ঈদের খুশী লালো।

ওহে মুমিন! আজ হলো ঈদের উল্লাস-ই-ফানুস,
নাফসের দুঃখ কেটে যায়, হৃদয়ে বাজে মিলনের সুর।
ইদ মোবারক! আল্লাহর নূরে ভরা পৃথিবী,
হৃদয়ে আনন্দের ঢেউ, বাজে খুশীর মহাবিশ্বি।
---------------------------------------------


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।