চোরের দুনিয়া
- মোঃ নাসির উদ্দীন
শোনো হে মানব, তন্দ্রা ঝেড়ে, নেত্রের আবরণ,
অন্তঃচক্ষু উন্মীলি দেখ, এ কেমন ভুবন।
প্রত্যেক বক্ষে নিহিত এক তস্করের বীজ,
লুন্ঠনবৃত্তি প্রচ্ছন্ন, ধরে কতই যে লিজ।
কেউ সেজে প্রভুত্বকারী, করে প্রবঞ্চনা নীতি,
অর্থলোভে মত্ত সবে, ভুলে পুণ্য বা ভীতি।
কারো হাতে মুদ্রা চুরি, গোপন বা প্রকাশ্য,
কেউ টানে বিত্তশালী বা দীন-এর সর্বস্ব।
গোধন হরে নিশাচর, চৌরবৃত্তির দাস,
কারো হাতে স্বর্ণ-অলঙ্কার, করে নিরুদ্দেশ বাস।
শিক্ষার্থীর খাতায় চলে জ্ঞান-এর অপহরণ,
গুরুত্বপূর্ণ সময় চুরি, এও কি অপরাধ নয়?
তুমি আমি যেই হই না কেন, নেই পাপ-মুক্ত জন,
ক্ষুদ্র বা বৃহৎ স্কেলে চলে অন্যায় লুণ্ঠন।
স্বার্থান্ধ এ জগত- মাঝে, এ এক অবিরাম খেলা,
আত্মশুদ্ধি কবে হবে, কখন মিটবে এ বেলা?
অভ্রান্ত এ বাণী শোনো, নেই কোনো নিষ্কৃতি,
অনুতাপ করো যবে, পাবে তবে শান্তি।
সময় থাকতে ক্ষমাপ্রার্থী হও, মহামুক্তি চাও,
নতুবা মহাশাস্তি হবে, যেখানেই তুমি যাও।
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।