অশ্লীল ভাষায় শ্লোগান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অশ্লীল ভাষায় শ্লোগান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************

নগরের ধুলোয় বাজে কণ্ঠের আগুন,
অপমান অপদস্ত করে লজ্জার ছায়া শুনুন।

জাতির গৌরব রক্ষা করব আমরা সবাই,
সভ্যতা বাঁচুক, নব যাত্রা জাগুক চাই।

গলায় শ্লোগান, চোখে জ্বলছে বিদ্রোহের আলো,
কণ্ঠে শোনা যায় সত্যের বার্তা, সাহসী হলো।
(কোরাস: উঠে দাঁড়াও, নব আলো জাগুক)

অশ্লীল শব্দ নয়, সতর্কতার ঢেউ গর্জন,
চিৎকারে জাগে পুরোনো ভাবনা, শহর কেঁপে ওঠে।
(
লজ্জা বিক্রি করেছে যারা, ইতিহাস কাঁপে,
দাগ মুছবে নব সংস্কৃতি, স্বাধীনতা উঁচু রাখে।

বিদ্রোহের ঝড় উঠুক, আলো জ্বলে প্রখর,
বাংলার নব সংস্কৃতি জাগুক, অপমান হোক নষ্ট।

রাস্তায় বাজুক গৌরব, বিজয় স্পষ্ট হোক,
কণ্ঠে জেগে ওঠুক শক্তি, নব পথ সকল দেখুক।

গলিতে বাজুক আশা, প্রত্যাশা জাগুক শহরে,
চিৎকার করি আমরা, সত্য আর ন্যায় হোক।


বিপ্লবের কণ্ঠে বাজুক সবার স্বাধীনতার গান,
অশ্লীলতা ভেঙে দাও, সত্যের আলো উঠুক মান।

শহরের রাস্তায় জেগে উঠুক সম্মান, শক্তি পূর্ণ,
প্রত্যেক হৃদয়ে বাজুক ভাবনা, স্বাধীনতার আলো জ্বালুক।

শ্লোগান হোক জ্বলন্ত, শক্তি উঁচু থাকুক,
চিৎকারে প্রতিধ্বনি উঠুক, নব সংস্কৃতি জাগুক।
----------------------------------------------------------------


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।