শিক্ষাঙ্গন
- অথই মিষ্টি

ঐ শিক্ষাঙ্গনের প্রাঙ্গন ভালোবাসি ,
ঐখানের ঘাষে যেনো গন্ধ লেগে আছে স্বপ্নের,
সেই ঘ্রান, সেই মান, সেই দৃশ্য যে বাঁধিয়াছে আপন নীর এ আমার হৃদয়ে,
তাহা যে সকলের অগচরে , কেবল তাহা জানে দিগন্ত, আর ঐ দিগন্তের অন্তরালের অজানা ।
তাহাদের কাছে ব্যক্ত করিয়াছে এ আমার হৃদয় ।
সেই স্বপ্নের যে বেদনা,তাহা শিকর গেড়েছে এ হৃদয়ে ।
যানি সেই দিন, সেই ক্ষন, সেই সময় আসিবেনা আর ফিরে ,
কেন তবে ! দিনে দিনে সেই স্বপ্নের শিকর গভিরে যাচ্ছে ধেয়ে ?


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।