একতাই শক্তি (গজল)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একতাই শক্তি (গজল)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
জাগো রে মুমিন, আওয়াজ দাও আজ,
ঐক্যে জ্বলে লা-ইলাহার নূর!
ভাইরে ভাই বল, রাখ ঈমানের শপথ,
একতায় রহমত, বিভেদে লানত!

জুলুমের তাজ ভাঙো আজই হে দল,
ইত্তেহাদের নূরে দাও আলোর বল!
তাওহীদের সুরে বাজে প্রাণের গান,
ঐক্যে আছে হক্কের জান!

:
জাগো রে মুমিন, আওয়াজ দাও আজ,
ঐক্যে জ্বলে লা-ইলাহার নূর!

ফিরকা ফিরকা ভেদে কেন এই রাত?
উম্মাহ্‌র বুকে দাও ঈমানের বাত!
ফিতনার আঁধারে নিভে গেছে দীন,
ঐক্যে জাগে নব জিহাদের দিন!

ভাইরে ভাই বল, রাখ ঈমানের শপথ,
একতায় রহমত, বিভেদে লানত!

হক্কের তলোয়ার উঠুক হাতে হাতে,
ভয় নয়, তাওয়াক্কুল রবে অন্তরভাতে!
জাহেলের আগুন নিভাও ঈমানে,
ঐক্যে আল্লাহ্‌র আরশ দোলে তানে!


জাগো রে মুমিন, আওয়াজ দাও আজ,
ঐক্যে জ্বলে লা-ইলাহার নূর!


মজলুমের দোয়া বাজে আসমানে,
জালেমের তখ্‌ত কাঁপে হক্‌কের টানে!
একতার বজ্রে ভাঙে শয়তানের দ্বার,
ঐক্যে জাগে উম্মাহ্‌র অহংকার!

ভাইরে ভাই বল, রাখ ঈমানের শপথ,
একতায় রহমত, বিভেদে লানত!


আল্লাহু আকবার! শোনে ধরণি আকাশ,
ঐক্যে জ্বলে তাওহীদের প্রকাশ!
ভাঙো বিভেদের সব দেয়াল আজ,
একতাই শক্তি—এই হোক সাজ!

জাগো রে মুমিন, আওয়াজ দাও আজ,
ঐক্যে জ্বলে লা-ইলাহার নূর!
ভাইরে ভাই বল, রাখ ঈমানের শপথ,
একতায় রহমত, বিভেদে লানত!
--------------------------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।