আলোর পথ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলোর পথ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

হৃদয় উজ্জ্বল হয়, আঁধার ঘরে ঢেকে যায়,
প্রেমের মাহব্বত জ্বলে, দুঃখের ছায়া ছিঁড়ে যায়।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

সদকর্ম ছোঁয়ায় প্রাণ, তাকওয়ার আলোয় ভরে,
ভালোবাসা ছড়ায় হুসন, পথচলা শাদির ছোঁয়া পায়।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

নামাজে হারাই আত্মা, সালাম ভরে অন্তর,
প্রকৃতির নীরবতা জাগায় জান্নাতের আলো ভোর।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।


অমায়িক ত্যাগে পথ চলা, হৃদয় পায় প্রশান্তি,
বিশ্বাসের কাইয়াম রেখায় জাগে আনন্দের মারওয়াহ।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

দুঃখ সব হারায়, আশার দীপ জ্বলে,
নির্ভীক হৃদয়ে জাগে স্বপ্নের মোহাব্বত আলো।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।


ভ্রাতৃত্ব ও প্রেমে মিলন ঘটে, হৃদয় জ্বলে হুশিয়ার,
প্রেমের দোস্তি ছড়ায় শান্তি, জীবনে রঙিন আলো।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

আশার দীপ জ্বলে, অন্ধকার মুছে যায়,
নির্ভীক হৃদয়ে জাগে স্বপ্নের খুশি আলো।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।

প্রকৃতির সৌন্দর্য ছায়ায় মিশে হোসন,
ভ্রাতৃত্বের বন্ধন জাগে, জীবনে নায়েব আলোর রং।

আলোর পথে চলি, নূর ভরে অন্তর,
জান্নাতের ফুরকান পাবে সে, ঈমানের আশক স্পর্শে।
----------------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।