এআই — বন্ধু না হুমকি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এআই — বন্ধু না হুমকি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
ডিজিটাল দুনিয়া, আলো ঝরে বন্যা
জ্ঞান-বিজ্ঞান উড়ায় অন্ধকারের ক্যানভাস
মুহূর্তে সেবা, সমস্যার সব দূর
জীবন সাজায়, অজানা পথ দেখায় মনে
এআই, জীবনের দিশারি
সচেতন হলে আলোর পথ পাবে
মেশিনে জ্ঞান, স্বপ্নের সীমা ছাড়ে
গবেষণা শিক্ষা, সব কাজ সহজ করে
সময় বাঁচায়, শ্রম কমে মানুষের
সাহায্য করে বন্ধু, সত্যিকারের পথপ্রদর্শক হয়
এআই, জীবনের দিশারি
সচেতন হলে আলোর পথ পাবে
ক্ষতি আছে, ছায়া নেমে আসে ঘরে
অবহেলা করলে বিপদ ভয়ে ঘিরে
মানুষের মন অজানায় হারাতে পারে
সৃষ্টি ও পরিশ্রমের মূল্যও ফিকে হয়ে যায়
এআই, জীবনের দিশারি
সচেতন হলে আলোর পথ পাবে
সতর্ক ব্যবহার, জ্ঞান আলো হয়ে জ্বলে
অসংযমে ছাড়লে বিপদের ছায়া ভেসে
প্রযুক্তি বন্ধু, হতে পারে হুমকি সহজে
সযত্নে ব্যবহারেই জীবন বাঁচে সুখে ভরে
এআই, জীবনের দিশারি
সচেতন হলে আলোর পথ পাবে
----------------------------------------------------
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।