সুখী দম্পতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সুখী দম্পতি
করমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************

হাওয়ার নরম চুম্বনে হাত তোমার আমার হাত,
নদীর ঢেউয় খেলে আলো, হারায় দিন-রাত।
চোখে চোখে খুঁজে পাই স্বপ্নের অমলিন আলো,
তোমার হাসির জলে মিশে যায় মধুর ভালোবাসা।

পাহাড়ের কোলে বসে আঁকি হৃদয়ের ছবি,
ফুলের ঘ্রাণে ভেসে আসে নীরব কোমল স্পর্শ।
চাঁদের আলোয় তোমার চোখে জ্বলে প্রেমের আলো,
প্রতিটি নিশ্বাসে মিশে যায় মধুর প্রেমের পালো।

বৃষ্টির ফোঁটা পড়ে পাতা জুড়ে,
আমরা দৌড়াই বাগানে, হেসে মিশে ছুটে।
রোদেলা দুপুরে বইয়ের খামে হারাই আমরা,
প্রকৃতি আর স্বপ্নে মিলি আমরা এক নীরব গূঢ়তা।

পাখির গান, নদীর স্রোত, হেমন্তের কোমল বাতাস,
তোমার স্পর্শে জীবন হয়ে ওঠে এক অমলিন আকাশ।
সন্ধ্যার আকাশে তারারা আমাদের দিকে তাকায়,
প্রতিটি আলোয় প্রেমের নীরব কথা বলায়।

তুমি বলো: “প্রতিটি স্পর্শে প্রেমের ভেলা,”
আমি বলি: “আমাদের ভালোবাসা সেই অমলিন ডেলা।”
সংগ্রামের দিনে শক্তি আমরা একে অপরের,
প্রতিটি ধাপে মিশে প্রেম, চিরন্তন স্ফুরণ।

জীবন যেন কবিতা, প্রেম আর স্বপ্নের মহাসমারোহ,
আমরা দু’জন, সুখী দম্পতি, হৃদয়ের বাঁকে মিলনমেলায়।
------------------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।