রাওনাট গ্রাম (গান)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট গ্রাম (গান)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
রাওনাট গ্রাম—সবুজে ঘেরা, দূর্গাপুর ইউনিয়নের গাঁ,
কাপাসিয়ার কোলে বসে, স্বপ্নে গড়ে দুনিয়া।
আম জাম কাঠালের ডালে রোদ খেলে যায়,
আনারসের বনে মিষ্টি হাওয়া দোলা খায়।
ও রে রাওনাট গ্রাম, মাটির মানিক নাম,
সব ধর্মের মানুষ এখানে এক পরম ধাম।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলায় প্রাণ,
মানবতার প্রেমে ভাসে প্রতিদিনের গান।
ধান কাটে কৃষক হেসে, কাস্তে হাতে ঘামে ভেজে,
পাট শুকায় উঠোন জুড়ে, মাঠে সূর্য রাঙা মেজে।
আখের রস ঝরে গগনে মিষ্টি সুবাস,
মাঠে লাঙল টানে বলদ, প্রাণে অনাবিল আশ্বাস।
মসজিদের আজানে জেগে ওঠে সকাল,
মন্দিরে ঘণ্টাধ্বনি বাজে অপার কাল।
চ্যাপেলে প্রার্থনা, বৌদ্ধ বিহারে ধ্যান,
সব ধর্মে শান্তির কথা—একই তো প্রাণ!
বিকেলে মাঠে যুবকরা খেলে ফুটবল,
ঝিলের ধারে যুবতীরা গায় প্রেমের টলমল।
চুলে ফুল, চোখে হাসি, মনেতে আলোর ঢেউ,
তাদের ভালোবাসায় গ্রাম পায় নতুন ঢেউ।
রাওনাট গ্রাম, রাওনাট গ্রাম,
মাটি ও মানুষের প্রেমের ধাম।
সবাই মিলে গড়ি সুন্দর জীবন,
এই গাঁয়ের মাটিতেই লুকায় স্বর্গধাম।
মাদ্রাসায় হুজুর শেখায় দোয়া,
স্কুলে স্যার লেখে ভবিষ্যৎ রোয়া।
শিক্ষিত-অশিক্ষিত একসাথে হাটে,
জ্ঞান ও ধর্ম মিলে পথ দেখায় হাতে।
বাজারের চায়ের দোকানে চলে তর্ক-বিতর্ক,
রাজনীতি, ক্রিকেট, প্রেম—সবই আলোচ্য বক!
কেউ হাসে, কেউ বলে “দেশটা হবে ভালো”,
রাওনাটের মানুষ জানে ঐক্যই আলো।
খালবিল পেরিয়ে যায় নৌকা, গানে ওঠে ঢেউ,
বৃক্ষরাজি ডাকে মৃদু, “ভালোবাসো, বেঁচে রই”।
ছোটে-বড়, নারী-পুরুষ হাতে হাত রেখে,
মানবতার বীজ বপে, শান্তির পথেখে।
ও রে রাওনাট গ্রাম, কাপাসিয়ার প্রাণ,
দূর্গাপুরের কোলে তুই অমর গান।
তোর মাটিতে আছে ভালোবাসার মান,
তুই তো বাংলাদেশ – হৃদয়ের প্রাণ!
-----------------------------------------------------
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।