ভয়ঙ্কর তুফন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভয়ঙ্কর তুফন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে জাতি! জেগে উঠো, চুপ নয়, চিৎকার করো,
সম্মুখে ভয়ঙ্কর তুফান, দমাও না, বিদ্রোহ ধরো।
অশুর দাপট ঘেরিয়েছে চারদিক, রক্তের ঝরণি জ্বালো,
বজ্র তুফানে গর্জে উঠো, শহিদ রক্তের ঢেউ উসকে দাও।
কালো অশুভ শক্তিকে চূর্ণ করো, দমন ভেঙে দাও,
জাতি আজ বিভক্ত, স্বাধীনতা দমিত—মুক্তি চাই, চিৎকার ছড়াও।
বিপ্লবী আগুন জ্বালাও হৃদয়-পিণ্ডে, অশুভ দমন করো,
ধ্বংসের ঝড় বয়ে দাও, দমন শক্তি চূর্ণ হোক তলোয়ারে।
শহর-গ্রাম প্রতিধ্বনি দিক মুক্তির গান,
রক্তের বিন্দুতে জন্ম হোক স্বাধীনতার জ্বালা।
হে জাতি! আর দমে থাকো না, এখনই বিদ্রোহ,
উঠো! লড়ো! প্রলয়ে ভাসাও অশুভ শক্তি।
বজ্র ঝঞ্ঝা, তুফান—সব বিদ্রোহের হাতিয়ার হোক,
অন্ধকার ভেদ করো, সত্যের পতাকা উড়ুক।
মুক্তি চাই, মুক্তি চাই, চিৎকারে পৃথিবী কেঁপে উঠুক,
আজ বিপ্লবের প্রলয় বাজুক, উড়ুক স্বাধীনতার দীপ জ্বলে।
------------------------------------------------------
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।