শূন্যতার পূর্ণতা তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শূন্যতার পূর্ণতা তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************

ভাবতে ভাবতে যেথায় শূন্যতার অন্ধকার ঘনায়,
সেখানেই তুমি—স্পর্শের নরম আলোয় দীপিত প্রাঙ্গণায়।
শূন্যতার গভীর গহ্বরে তুমি, এক কোমল শিহরিত নদী,
স্পর্শের ঢেউয়ে জাগে হৃদয়ে গোপন জ্যোতির গীতি।

ভাবতে ভাবতে অজান্তেই তুমি হয়েছো বুকের আবাস,
নিশিথে কিংবা দিবার প্রখরে হারিয়ে যায় সব ভয়, সব উদাস।
তুমি কি তবে আমার পথের আলোকিত ঠিকানা?
নাকি প্রতীক্ষিত আশ্রয়, চিরন্তন প্রেমের তরঙ্গ-বাঁধা মানা?

আজ যে ভালোবাসার ঘণ্টা বেজেছে শিরা-উপশিরা,
অস্থি-মজ্জার প্রতিটি তন্ত্রীতে জাগায় জোয়ারের খেলা ধরা।
ভাবতে ভাবতে তোমাকে কুড়িয়ে বাড়াই প্রেমের পরিধি,
তুফান ওঠে বুকে, চূড়া ভেঙে রক্ত কণিকায় গড়ে নীরব সিম্ফনি।

তুমি কি শুনতে পাও তার গর্জনের ব্যথার সঙ্গীত?
যেন রাত্রির ধূসরতা ভেদ করে উদ্ভাসিত স্নিগ্ধ প্রীতি।
কখনো থামে না এ গান—ঝরে কণায় কণায় দ্যুতি,
শূন্যতার যেখানে বেদনা, সেখানেই তুমি স্পন্দিত হৃদয়ের উৎসবস্মৃতি।

ভাবতে ভাবতে যেখানেই পথ হারাই, সেখানে তোমারই দিশা,
তুমি শূন্যতার পূর্ণতা—চিরন্তন প্রার্থনার নিভৃত নীড়বিশ্বাসা।
-----------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।