সমালোচনা করো হে প্রিয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সমালোচনা করো হে প্রিয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

আমি কবি হতে আসিনি,
আমি এসেছি ব্যথিত মানুষের জন্য।
লাঞ্চিত, বঞ্চিত, নিঃসঙ্গ হৃদয়ের কণ্ঠস্বর নিয়ে,
আমি জ্বালাতে এসেছি সত্যের দীপ্তি,
আমি জাগাতে এসেছি সাম্যের আলো।

আমি বিদ্রোহী, আমি বিপ্লবী,
আমি রাঙাজলে জন্মানো শহীদের উত্তরসূরী।
ভয় পাই না অন্ধকারের কোনো শক্তির কাছে,
আমি দাঁড়াই ন্যায়ের পক্ষে,
আমি বাজাই লাল সবুজের বাঁশি।

নিন্দুকের, সমালোচনা আমার অস্ত্র,
অসত্য, অবিচার অন্যায়ের বিরুদ্ধে লড়াই।
আমি স্যালুট করি তাদের—
যারা বঞ্চিতকে মুক্তি দেন,
যারা নিপীড়িতের পাশে দাঁড়ান,
তাদের মধ্যে আমি খুঁজে পাই শক্তি,
আলোর পথের সূচনা।

আমি বলি—
হে প্রিয়, সমালোচনা করো,
হে প্রিয়, প্রশ্ন করো,
কারণ চুপচাপ থাকা নয় আমার ধর্ম,
যুদ্ধ নয়, আমি লিখি,
আমি যুদ্ধে নামি কাগজে, কলমে।

আমি করি না স্বার্থপর শান্তি,
আমি চাই সমতার জয়, মানবতার বিজয়।
আমার কবিতা নয় কবির নিজের জন্য,
আমার কবিতা মানুষের জন্য,
যারা ভেঙে পড়েছে অন্যায়ের জঞ্জালে,
যারা খুঁজছে আলো, আশার প্রতিচ্ছবি।

হে প্রিয়, সমালোচনা করো—
যাতে সত্যের শিখা জ্বলে,
যাতে ন্যায়ের দীপক অম্লান থাকে,
যাতে আমার কলম হয় তীর,
যাতে আমার শব্দ হয় বিপ্লবের ডাক।
--------------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।