শিক্ষকের গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শিক্ষকের গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে শুনো, ওহে শুনো, শিক্ষকের গান,
সকালবেলার ক্লাসে হাঁটে জীবন ধারার গান।
হাসির ঝলক চোখে, বই হাতে পথ দেখায়,
শব্দের খেলা শেখায়, স্বপ্নে আশা দেয়।
মাটি থেকে আকাশে উড়ে যায় শিক্ষার আলো,
ছাত্র-ছাত্রী খুঁজে পায় ভালোবাসার জ্যোত।
ওহে শুনো, ওহে শুনো, শিক্ষকের গান,
আলো ছড়ায়, অন্ধকারে দাও উজ্জ্বল দান।
প্রতি লাইন, প্রতি শিক্ষা, হৃদয়ে বাজে সুর,
তোমরা ছুঁয়ে যাও প্রাণ, ছুঁয়ে যায় দূর।
ওহে শুনো, ক্লাসরুমের দেয়াল ফাঁকা নয়,
প্রতিটি কোণে আছে তোমার গল্প, তোমার ছোঁয়া।
ধুলোবালির পথে বই নিয়ে চলছ তুমি,
ছাত্র-ছাত্রী স্বপ্নের ডানা পায় তুমির হাওয়ায়।
হাওয়ার সঙ্গে মিশে যায় তোমার ত্যাগ,
ছোট্ট ছোট্ট হাসিতে দেখা যায় ভাগ্য।
ওহে শুনো, ওহে শুনো, শিক্ষকের গান,
আলো ছড়ায়, অন্ধকারে দাও উজ্জ্বল দান।
প্রতি লাইন, প্রতি শিক্ষা, হৃদয়ে বাজে সুর,
তোমরা ছুঁয়ে যাও প্রাণ, ছুঁয়ে যায় দূর।
ওহে শুনো, ক্লান্তি থাকলেও থেমো না,
চোখে খুঁজো আলো, পথ ছাড়ো না।
ছাত্রীর হাসি, ছাত্রের আশা,
তোমার ত্যাগে লেখা, জীবনের ভাষা।
ওহে শুনো, ওহে শুনো, শিক্ষকের গান,
আলো ছড়ায়, অন্ধকারে দাও উজ্জ্বল দান।
চিরদিন থাকো আমাদের হৃদয়ে,
প্রাণে, প্রাণের মাঝে, শিক্ষকের গান।
---------------------------------------------------------------
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।