হজ্জ্বের নূর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হজ্জ্বের নূর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

হজ্জ্বের পথে আলো, আল্লাহর রহমতে ভাসা,
নূরের তাওয়াফে প্রাণ, ভরে যায় ভক্তির আশা।

তাওয়াফ করি কাবার বুকে, দোয়া করি সালাম,
ইমানের নূরে ভরে মন, করুণায় আল্লাহর কাম।

সাফা-মারওয়ার পথে ধৈর্য, তাওবা ও ভক্তি,
কোরআনের আলোয় ঝরে প্রাণে মিলন মধুর রোহবি।

হজ্জ্বের পথে আলো, আল্লাহর রহমতে ভাসা,
নূরের তাওয়াফে প্রাণ, ভরে যায় ভক্তির আশা।

মিনা-মুখর রাতে নামাজ, করি ইস্তিগফার,
নবীর আদর্শে ভরে প্রাণ, রহমতের ভরা ধার।

গুনাহ শুদ্ধ হয়, মুক্তি পায় অন্তর নূরানী,
আল্লাহর তাওফিকে দোয়া করি, মন ভরে পবিত্র সানি।

হজ্জ্বের পথে আলো, আল্লাহর রহমতে ভাসা,
নূরের তাওয়াফে প্রাণ, ভরে যায় ভক্তির আশা।

ইবাদত, তাওয়াফ, সাফা-মারওয়া, মিলন,
হৃদয় হয়ে নূরানী, কোরআনের আলোয় জীবন হই সোন।

হে রব্ব, তাওবা করি, দোয়া করি বারান্না,
হজ্জ্বের আলোয় মিলন, আল্লাহর রহমতে সুগন্ধা।

হজ্জ্বের পথে আলো, আল্লাহর রহমতে ভাসা,
নূরের তাওয়াফে প্রাণ, ভরে যায় ভক্তির আশা।
------------------------------------------


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।