কবি
- যুবক অনার্য
সশস্ত্র পথ হেঁটে এলাম
সন্ত্রস্ত নগরীর মতো এখানে
অস্তিত্ব বড়ো বেশি রৌদ্রহীন
যেনো ছুঁয়ে দিলে সমস্তই
শুকিয়ে যায় যেনো শুধু আমি
একমাত্র অপাঙ্ক্তেয়
সকলেই প্রসিদ্ধ নাগরিক
দুগ্ধবতী প্রাণী ফিরে যায়
নিজস্ব দেবতার কাছে
আমার কোনো দেবতা নেই
দীর্ঘ বঞ্চনা শুঁকে তবে
বিক্রি হয়ে যাওয়া
শরনার্থী বিকেলে মনে হয়
অপেক্ষমান কফিনও বুঝি বিব্রত
আমাকে জড়িয়ে নিয়ে
মাটির প্রত্ন সন্ধানে যেতে
পৃথিবীর প্রতিটি শহরে
নির্বাসিত আমি
মিছিলের প্রথম বংশীবাদক
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।