অতুল্য মা (গজল)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অতুল্য মা (গজল)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************

মা, তোমার কোমল হাতের ছোঁয়া, যেন জান্নাতের নূর,
অন্ধকার জীবন আলোকিত হয় আল্লাহর হামহুমা দূর।
তুমি প্রথম দোয়া, প্রিয় মা, আমার প্রাণের ধারা,
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সগীরা, বারবার গাওয়া।

হে মা, হে মা, তুমি আমার প্রাণের আলো,
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সগীরা বলি কণ্ঠে ধীরে।
তোমার দয়া ছাড়া জীবন অন্ধকারে ঢেকে,
হে মা, হে মা, তুমি আমার আশীর্বাদ, আমার প্রিয় মা।

মা, তোমার চোখের মধুর দীপ্তি, যেন নূরুল কুরআন,
ভালবাসার অমল ধারা ভরে দেয় হৃদয় প্রাণ।
তোমার কণ্ঠের দোয়ার সুরে হামহুমা, স্পর্শ করে মন,
প্রিয় মা, তুমি ছাড়া জীবন যেন বৃথা অরণ্য, নিস্প্রাণ।

মা, তোমার কৃপায় যেন জান্নাতের বাতাস,
প্রত্যেক দুঃখের রাতেও তুমি আনে সকুনের আশা।
তোমার ছায়ায় আমি খুঁজে পাই রাব্বুল ইঞ্জিল,
প্রিয় মা, তুমি আমার দুনিয়া, আখিরাতের সর্বোত্তম মিল।

মা, তোমার হাসি, মসকান-মাহি, হৃদয়কে ভরিয়ে,
প্রার্থনার ধ্বনি, হামহুমা, সুরে সুরে বাজিয়ে।
তুমি আমার আলো, তুমি আমার শান্তি, তুমি আমার দোয়া,
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সগীরা, সবকিছুতে প্রিয় মা।

মা, তোমার ছায়া যেন শিফা-ই-হৃদয়, জীবনের দুঃখ দূর করে,
তোমার নামই আমার জান্নাতুল ফিরদাউস, দোয়া করে আল্লাহকে।
তুমি আমার প্রিয় মা, মুলুকুল আলমিনের আলো,
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সগীরা, অনন্ত শান্তি দাও।

হে মা, হে মা, তুমি আমার প্রাণের আলো,
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সগীরা বলি কণ্ঠে ধীরে।
তোমার দয়া ছাড়া জীবন অন্ধকারে ঢেকে,
হে মা, হে মা, তুমি আমার আশীর্বাদ, আমার প্রিয় মা।
------------------------------------------------------------


০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।