পিতার আশীর্বাদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পিতার আশীর্বাদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
পিতা, তোমার কাঁধে সয়ে এসেছে দুনিয়ার দুঃখের ছায়া,
চোখে জ্বলে আল্লাহর নূর, হৃদয়ে আশার প্রহরায়।
হাতের রেখায় লেখা আছে আমাদের জীবনের কিতাব,
বাবার আশীর্বাদ যেনো রহমতের বারাকাহ-এর পাঠ।
যখন অন্ধকারে ভয় আসে প্রাণে কাছে,
তোমার কালিমা শোনাই হৃদয়কে আশার বাতাসে।
তুমি শিখিয়েছো জীবন পথের প্রতিটি দরস,
পিতার দোয়া যেনো হয় চিরন্তন আশরায়।
রব্বির হামহুমা কামা, রাব্বা ইয়ানা সগীরা,
প্রিয় পিতার ভালোবাসা যেনো থাকে চিরন্তন, অমলিন মোহাব্বত ভরা।
হে আল্লাহ, রাখো তাঁকে সুস্থ, রাখো তাঁকে শান্ত,
তোমার ছায়ায় ভরে যাক হৃদয়, সাকিনা-এর রাত।
তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে ওঠে মন,
তুমি মোর জীবনের আলোকিত ফজর-এর প্রভাতের চরণ।
যদি হারাই পথ, তুমি হাতে ধরে রাখো পাশে,
পিতার আঁচল যেনো চিরন্তন হোক আমার সিরাত।
মোর প্রতিটি বিজয়, প্রতিটি আশা, প্রতিটি গান,
তোমার দোয়া-আশীর্বাদে ভরে থাকে চিরন্তন প্রাণ।
হৃদয়ের বাঁধন তোমার, বন্ধন সুগভীর, অমলিন,
বাবার আশীর্বাদ মিশে যাক জীবনের সবকটি দিন।
রব্বির হামহুমা কামা, রাব্বা ইয়ানা সগীরা,
প্রিয় পিতার ভালোবাসা যেনো থাকে চিরন্তন, অমলিন মোহাব্বত ভরা।
হে আল্লাহ, রাখো তাঁকে সুস্থ, রাখো তাঁকে শান্ত,
তোমার ছায়ায় ভরে যাক হৃদয়, সাকিনা-এর রাত।
------------------------------------------
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।