বৃদ্ধাশ্রমের নিঃশব্দ কষ্ট
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বৃদ্ধাশ্রমের নিঃশব্দ কষ্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

বৃদ্ধাশ্রমের গলি, নিঃশব্দ কান্নার ছায়া,
জীবনের সোনার দিনগুলো যেন হারিয়ে গেছে মায়া।
হায়! অচেনা ছায়া, বেদনার পাহাড়ে বন্দি,
মুখে হাসি রাখে, অথচ চোখে শুধুই শূন্যতি।

প্রেমের হাতছানি, সন্তানদের কণ্ঠস্বর দূরে,
স্মৃতির ছবি ভিজে থাকে শুধু নীরব সূর্যে।
রাতের নীরবতায় শোনে শুধুই নিজের হাহাকার,
বৃদ্ধ হৃদয় চায় স্নেহ, কষ্টে ভরা তার ভিসার।

হায়! হায়! বৃদ্ধাশ্রমের বেদনায়,
নীরব কান্না বলে জীবন কতো ব্যথায়।
প্রিয় মুখের হাসি, দূরে দুরে হারায়,
নিশ্চল চোখে শুধু স্মৃতি চায়।

সুখের দিনগুলো স্মৃতির পাতায় বাঁধা,
প্রত্যেক চোখে খুঁজে, হারানো প্রিয় মুখের ছায়া।
যৌবনের গান, কালের চাপে নীরব হয়ে যায়,
বৃদ্ধাশ্রমে শুধু সময়ের ছায়া থাকে রয়ে।

হায়! হায়! বৃদ্ধাশ্রমের বেদনায়,
প্রত্যেক দিন যেন ক্ষণিক ক্ষণিক ব্যথায়।
হৃদয় চায় ভালোবাসা, আঁকড়ে ধরে স্মৃতি,
নীরবতা বলে শুধু — তুমি আমার নীরব সঙ্গী।
---------------------------------------


০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।