আজো তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আজো তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
আজো… তুমি… আজো তুমি…
আজো তুমি, চোখে ভেসে হাসি তোমার,
রোদ্দুরের আঙিনায় দৌড়েছি আমরা সারারাত।
মাঠের ঘাস, পায়ের ছাপ, ফোঁটা ফোঁটা মজা,
জানালার পাশে দুষ্টুমি, মনের খেলা, রাতের আলোয়া।
ফুলের বাগানে লুকোচুরি, হাওয়ায় ভেসে যায়,
তোমার হাতের ছোঁয়া, হায়রে, মনে বাজায়।
আজো তুমি, আজো তুমি…
মনে বাজে অমলিন সুর,
দূরত্ব যত বাড়ুক, হৃদয়ে তুমি নীরব ভোর।
বন্ধু তুমি, প্রেমিকা তুমি, সবকিছু একসাথে,
লুকোচুরি স্মৃতি ভেসে যায়, মন চেঁড়ে ওঠে অচেনা পথে।
বৃষ্টির ভেজা রাস্তা মনে করায় তোমার স্পর্শ,
চিঠির শব্দ হাওয়ায় ভেসে আসে, মধুর মজা।
ফুলের রঙ, মাঠের শব্দ, সব তোমার দুষ্টুমি,
মনে হয় তুমি পাশে আছো, চোখে চোখে বাজে সঙ্গী।
হাতের স্পর্শে, হাওয়ায় ফেলে যাওয়া হাসি,
আজো তুমি, আজো তুমি… হৃদয়ে বাজে নীরব ছন্দি।
আজো তুমি, আজো তুমি…
মনে বাজে অমলিন সুর,
দূরত্ব যত বাড়ুক, হৃদয়ে তুমি নীরব ভোর।
বন্ধু তুমি, প্রেমিকা তুমি, সবকিছু একসাথে,
লুকোচুরি স্মৃতি ভেসে যায়, মন চেঁড়ে ওঠে অচেনা পথে।
জানালার পাশে হালকা আলো, চোখে ঝিলমিল,
দুষ্টুমি, চাহনি, মিষ্টি হাসি – প্রেমের খেলা চলিল।
একদিন আবার হেসে মিলব আমরা, স্বপ্ন নয় শুধু,
আজো তুমি আছো, আজো তুমি, স্মৃতির ছায়ায় চিরন্তন সুখ।
আজো তুমি… আজো তুমি…
মনে বাজে অমলিন সুর,
দূরত্ব যত বাড়ুক, হৃদয়ে তুমি নীরব ভোর।
বন্ধু তুমি, প্রেমিকা তুমি, সবকিছু একসাথে,
লুকোচুরি স্মৃতি ভেসে যায়, মন চেঁড়ে ওঠে অচেনা পথে।
আজো… তুমি… হায়রে…
আজো তুমি…
-------------------------------------------
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।