সেই তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
ওহ… সেই তুমি…
শূন্য হৃদয় ভরে ওঠে তোমার ছোঁয়ায়…
সেই তুমি এলে যখন আমি শুন্য,
হাওয়ার মতো নরম হয়ে যায় মন।
চোখে চোখে বাজে মধুর গানের স্বর,
তোমার ছোঁয়ায় উজায়ে ওঠে অচেনা সকাল।
ফুলবাগানের পথে আমরা হাঁটি,
হাসির ঝরে পড়ে যেন রঙিন আলো।
জানালার পাশে লুকোচুরি খেলা,
মনের ভেতর বাজে তোমার নামের তান।
আসো, ধরো হাতটা আমার,
সোনার রোদে ভেসে যাক সময়।
সব শব্দ থেমে যায় তোমার কাছে,
হৃদয় বলে—“এটাই চেয়েছিল আমি।”
সঙ্গী তুমি, স্বপ্ন আমার,
তোমার কাছে মনে হয় আবার জন্মাই।
সেই মুহূর্তে, সেই হাসি,
সব দুঃখ যেন বেহিসেব ভেসে যায়।
সেই তুমি, সেই তুমি…
হৃদয় মিলে যায় তোমার ছোঁয়ায়।
রোদ খেলে মুখে, হাতে হাতে ছোঁয়া,
মেঘে ভেসে যায় শুধু আমরা দু’জন।
শূন্য আমার ভরে ওঠে তোমার নাম দিয়ে,
প্রেমের ছন্দে মিলিয়ে যায় রাত ও দিন।
চুপচাপ রাতের নীরবতায়,
শুধু আমরা, শুধুই তোমার চোখের আলো।
চাঁদের আলো নেমে আসে কেবল আমাদের মাঝে,
প্রেমের গহ্বর ভরে যায় অনন্ত শান্তিতে।
সঙ্গী তুমি, স্বপ্ন আমার,
তোমার কাছে মনে হয় আবার জন্মাই।
সেই মুহূর্তে, সেই হাসি,
সব দুঃখ যেন বেহিসেব ভেসে যায়।
সেই তুমি, সেই তুমি…
হৃদয় মিলে যায় তোমার ছোঁয়ায়।
ওহ… সেই তুমি…
শূন্য হৃদয় এখন পূর্ণ তোমার প্রেমে…
-----------------------------------
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।