আল্লাহর নূর (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর নূর (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
আল্লাহ নূর, প্রভুর ছায়া জ্বলে,
হৃদয়ের অন্ধকারে খুঁজে পাই হুদার মেল।
প্রশংসা তোর, “রাহমান”, করুণা অশেষ,
প্রভুর নামে ভরে যায় অন্তরের গান,
“সুবহানাল্লাহ”, “আলহামদুলিল্লাহ” মধুর সুরে।
ওহে প্রভু, তোর নূরে ভোরের বাতাস,
“ইলাহি”, “রাব্বানা” বাজে অন্তরের মাঝ।
তোর রহমতে মিলিয়ে যায় ব্যথা, দুঃখ, বেদনা,
“মাশাল্লাহ”, “আলহামদুলিল্লাহ”, অন্তরে জাগে আনন্দময় আকাশমান।
আল্লাহ নূর, আল্লাহ নূর,
হৃদয় জ্বলে, মন ভরে প্রভুর আলোর ছায়ায়।
আল্লাহ নূর, আল্লাহ নূর,
দোয়ার সুরে ভরে উঠুক জীবন, দাও অশেষ করুণা।
“শুকরিয়া”, “তাকবীর”, প্রতিটি প্রভাত জ্বলে,
“হায় আতাযা”, “ইনশাআল্লাহ” শুনে শান্তির বাত।
প্রভুর নামে ভরে যায় অন্তরের গান,
আল্লাহ নূর, আল্লাহ নূর, শান্তির দীপ জ্বলে রাতদিন।
আল্লাহ নূর, প্রভুর করুণা সীমাহীন,
“যারবানা”, “রাব্বুল আলামীন”, তোর রহমত অশেষ।
হৃদয় জ্বলে, মন ভরে, প্রভুর প্রশংসায়,
“সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার”, চিরন্তন আলোর বাতায়।
আল্লাহ নূর, আল্লাহ নূর,
হৃদয় জ্বলে, অন্তর ভরে প্রভুর মহিমায়।
আল্লাহ নূর, আল্লাহ নূর,
আমাদের দোয়া পৌঁছাক প্রভুর দ্বারে, দাও অশেষ করুণা।
---------------------------------------------------------------
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।