শ্রদ্ধেয় শিক্ষাগুরু
- অথই মিষ্টি
ওহে মানুষ গড়ার কারিগর
সত সাহসে ভরে দাও অন্তর
বুকের ভিতর স্বপ্ন জাগাও
তুমি সত্য নিষ্ঠা সু-পথ দেখাও
স্পষ্ট ভাষায় বলতে শেখাও
কৌতূহলী হতে আগ্রহ জাগাও
তুমি আপন হয়ে কাছে টেনে নেও
আর প্রয়োজনে মোদের দূরে সরে দাও
পিতা-মাতার পরেই তুমি স্থান পাও
তোমার উপমা দিলে তুমি ছোট হয়ে যাও
তুমি স্বরণীয় হয়ে রবে যদিও স্থান বদলাও
তুমি শ্রদ্ধেয় শিক্ষাগুরু আমার জীবনে
সম্মানের সর্বোচ্চ চূড়ায় রবে চিরকাল
ওহে শিক্ষাগুরু তুমি জেনে নেও
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।