এক চিমনী রোদ ও এক ফালি মেঘ
- ফয়জুল মহী

দূর্গার চরণে মাথা নুয়ে কবিতা
অট্ট হাসির সুর তাল লয় ভাসে
লাল সবুজ কাপড় জড়িয়ে
ভারতমাতা বন্ধু ভাবে।

পাক পাক নাপাক নাপাক
কবিতা তুমি পবিত্র
রাজ রাজ রাজনীতি
লোগো পোগো আধুনিক ।

ব্যাংক বীমা সবই আমার
বড় চেয়ারটার নাই দেখা
মাফ চাই ক্ষমা চাই
সাথে একটা ভোটও চাই।

সীল মারো ভাই সীল মারো
বাটখারায় সীল মারো
অস্তিত্ব আজ শুকনের ঠোঁটে
খাবলে খাবে দেশটাকে।


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।