উস্তাদের নূর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উস্তাদের নূর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
উৎসর্গঃ পৃথিবীর সমস্ত শিক্ষকদের প্রতি
***************************************

উস্তাদ তুমি নূর-এ হিদায়াত, রাহে ইলমের রোশনী,
তোমার দোয়া বিনা, খোলে না ক্বলবের দরওয়াজা কভি।
তুমি শেখাও সাবর, তুমি শেখাও আমল,
তুমি আসমান, আমরা তোর পায়ের নীচে ধূল।

তোমার কলমে খোদার বরকত,
তোমার নফসে রহমতের সুরত।
তুমি দিলে “তরবিয়ত”-এর দাওয়াত,
তুমি না থাকলে হারায় উম্মতের নিদারত।

তুমি “ইলম”-এর সমুদ্র, আমরা ক্ষুদ্র বিন্দু,
তোমার নীরব ত্যাগে জাতি পায় বন্ধু।
তুমি কিতাবের পাতা জুড়ে লেখা দোয়া,
তোমার মুখে শুনি আলোকিত পৃথিবীর মানিক ছোঁয়া।

তুমি শেখাও ইনসানিয়তের মানে,
তুমি বলো—আদবই আসল জানে।
তুমি দুনিয়ার মেহরাবে ইমাম,
তোমার ছায়ায় জাগে উম্মতের সালাম।

হে উস্তাদ, হে মুরব্বি, হে রাহে নূর,
তোমার পায়ে ঝরে আমাদের শোকর ও সুর।
আজ শিক্ষক দিবসে—
তোমাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা,
নত হৃদয়, ভালোবাসা ও দোয়ার সাধনা।
--------------------------------------------------


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।