বিনম্র শ্রদ্ধা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিনম্র শ্রদ্ধা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*************************************
উস্তাদ তুমি নূর-এ হিদায়াত, তাজে-ইলমের আলো,
তোমার তিলাওয়াতে জাগে প্রাণে নব আশা ভালো।
তুমি শেখাও—“খোদা এক, ইলম তার দান”,
তোমার দোয়ায় বাঁচে জাতি, ওঠে দিগন্ত গান!
তুমি “তরবিয়ত”-এর রাহবার, তুমি রাহে-নূর,
তোমার ছায়ায় পাই জীবনে রহমতের সুর।
তুমি বলো—“আদবই ঈমানের চাবি”,
তোমার মুখে ঝরে রহমত—আল্লাহর নবি!
তুমি আলোকিত করো অন্ধ ক্বলবের দরিয়া,
তোমার হাতে খুলে যায় ইলমের সানিয়া।
তুমি শেখাও হক, তুমি শেখাও সাবর,
তুমি মানবতার রুহে, নূর-ই-খোদার জ্যোতিরবর!
আজ শিক্ষক দিবসে গেয়ে উঠি দরুদ,
তোমার ইজ্জতে ভরে উঠুক দুনিয়া চিরসূদ।
তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের গর্ব,
তুমি বিনা, নিভে যায় সভ্যতার তর্জন-র্ঝর্ভ।
হে উস্তাদ, হে মুরব্বি, হে রাহে-ইলমের নূর,
তোমার চরণে রাখি আজ শ্রদ্ধার হুর।
শিক্ষক দিবসে তোমাদের বিনম্র শ্রদ্ধা,
নত হৃদয়, কৃতজ্ঞতা আর প্রেমের ইবাদতস্রোতা।
----------------------------------------------
০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।