পারিবারিক বিরোধ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পারিবারিক বিরোধ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

পারিপারিক বন্ধনগুলো ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত,
যেমন জাহেলী যুগে ছড়িয়েছিল অন্ধকারের রাত।
রক্তের কণাগুলো বিশ্বাসে ভর করেও হয়ে উঠছে ঘাতক,
বেইমান মুনাফি ভরে গেছে সমাজের চিত্র অম্লান।

সহোদর ভাই-বোনের মধ্যে জন্মেছে স্বার্থের বিরোধ,
মামলা, জুলুম, অত্যাচার, কুটচাল—সব মিলিয়ে কল্পনার অতিশয়।
ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে,
পিতা সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে,
বৌ-শ্বশুরীর দ্বন্দ্ব যেন নীরব আগুনে জ্বলছে।

পারিপারিক বিশৃঙ্খলা ছড়িয়েছে ঘরে ঘরে,
হিংসা প্রতিহিংসার ছায়া ঢেকে রেখেছে মনকে।
স্বার্থের প্রতিযোগীতা ভেঙেছে একতার বাঁধন,
প্রেম, বিশ্বাস, সমঝোতার কণা যেন মিলিয়ে গেছে অন্ধকারে।

ঘরে শত্রু, বাইরে শত্রু,
কোন দিকেই নেই শান্তি, নেই ভরসা।
প্রিয়তমা সম্পর্কগুলো হয়ে উঠছে শত্রুতা,
সন্তানের হাসি মুছে যাচ্ছে হাহাকার ও কাতরতার ছায়ায়।

পারিবারিক বন্ধনগুলো রক্তের মতো হলেও,
আজ তারা ক্রমে রঙ্গিন স্বপ্ন থেকে ধূসর বাস্তবে পরিণত।
যেন চুপিসারে সমাজের অন্তঃপ্রকাশ,
যেখানে স্বার্থের আগুনে জ্বলে ধ্বংসপ্রাপ্ত হৃদয়।
----------------------------------------------------


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।