তুমি আমার বকুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি আমার বকুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

জানি না সেদিন কি হয়েছিল—
আকাশে নেমেছিল কি স্নিগ্ধ কোনো আলোর ধারা?
তোমার সেই মুসকি হাসি,
সেই নিখুত চাহনির নীরব ইঙ্গিত—
হৃদয়ের গহীনে বলেছিল ধীরে,
“তুমিই হয়তো প্রশান্তির ছায়া,
গভীর কোনো স্পর্শ, অতুল্য অনুভব।”

তখন তুমি আমি—দুজনেই অবুঝ,
প্রেমের প্রথম ভোরে দাঁড়িয়ে ছিলাম অচেনা প্রহরে।
দিন গড়িয়ে যায়, রাত নামে ধীরে,
অজানা শুন্যতায় ভরে ওঠে মন।
তোমার মুখের আলো দেখলেই হৃদয় যেন উৎসব হয়,
তুমি আড়াল হলে আত্মা জ্বলে উঠে ব্যাকুল আগুনে।

কিন্তু কেন—
সেই প্রশ্ন আজো ঝরে না সময়ের পাতায়,
তুমি বলনি কোনোদিন;
নিঃশব্দে হারিয়ে গেছো দিনের পর দিন,
কৈশোরের অবুঝ মন তোমায় হয়তো ভালোবেসেছিল—
নীরবে, অজান্তে, প্রার্থনার মতোই।

আজো ভাবি—
তুমি কি সত্যিই ভালোবেসেছিলে?
নাকি আমি একাই লিখেছি এই প্রেমের মহাকাব্য?
তুমি এখনো জীবন্ত তরঙ্গ,
আমার বুকের সমুদ্রে তুমিই জেগে আছো,
হয়তো ভালোবাসি, হয়তো ভালোবেসেছি,
তবু বলা হলো না কোনোদিন—
“আমি তোমাকে ভালোবাসি।”

বলো, কেমন করে বলি এখন?
যে কথাটি হারিয়ে গেছে নীরবতার তীরে,
যে ভালোবাসা আজো ফুল হয়ে ঝরে পড়ে মনে।
তুমি আমার বকুল—
প্রথম প্রেমের গোপন সুবাস,
যে গন্ধে এখনো ভিজে আছে আমার প্রতিটি সকাল,
যে স্মৃতিতে আমি আজো জীবিত,
আজো ভালোবাসি, হয়তো চিরকাল।
-------------------------------------------------


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।