অহংকারের অশ্রু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অহংকারের অশ্রু
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
আত্মঅহমিকা—অহংকার—আজ তোমাকে পরাজিত করেছে,
যে তুমি কখনো পরাজিত হবার ছিলে না।
রূপে, লাবণ্যে, মেধায় তুমি ছিলে অতুল্য,
কিন্তু অজানা রহস্যের ছলনায় নিজেই হেরে গেলে।
যে প্রেমকে তুমি তুচ্ছ করেছিলে অহংকারের কাছে,
সেই প্রেমের শূন্যতায় আজ তুমি অশ্রুজলে ভিজেছো।
নিরবে কাঁদো, নিরবে খুঁজে আমাকে,
আমি আজ বহু দূরে, বহুদূরে।
অনেকবার কাছে গিয়েছি , তুমি দেখোনি,
অনেকবার বলতে চেয়েছি, তুমি শুনতে চাওনি।
বারবার অপমান করেছো, তুচ্ছ করেছো
সে হৃদয়কে, যা তোমাকে তুলেছিল আকাশে।
আজ এসে দেখো—
আমি কতটা বদলে গেছি।
যদি তুমি অহঙ্কারী না হতে
কতই না সুন্দর হতো প্রেমের স্বর্গ।
আমাকে হারাতে গিয়ে আজ তুমিই পরাজিত।
পারবে কি সামনে এসে দাঁড়াতে?
কেন এত অহংকার করেছিলে?
যে কাঁদিয়েছিল আমাকে, আজ সে নিজেই কাঁদছে।
মনে রেখো—
হৃদয়ের তুলিতে তোমাকে এঁকেছিলাম ভালোবাসার ফ্রেমে।
আজও তুমি আছো ফুটন্ত গোলাপের মতো,
অন্য এক কাননে,
যেখানে শুধু তুমি ফুটবে, অপ্রতিরোধ্য সুবাসে।
-------------------------------------------
০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।