বড্ড ক্লান্ত
- অথই মিষ্টি
আজ আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত আমার শরীর আমার মন
হৃদয়টা শূন্য হয়ে গেছে, মুছে গেছে সকল স্মৃতি ভিতরের
হারিয়ে ফেলেছি হয়তো, জীবনের সমস্ত সুখের আলাপন
আজ আর মনে পড়ে না, আমি কি আদৌ ছিলাম কারো আদরের!
জরাজীর্ণ হয়ে উঠেছে সময়, রং ছাড়া সাদা কালো হয়ে গেলো জীবন
জানিনা আজ কেন, কেন আমার আজ এমন মনে হয়
যাদের আদরের ছিলাম আমি, কোথায় আমার সে পরিবার কোথায় সে মা-বোন
তবে কি অতীতে তা ছিল, কেবল আমার জীবনে শুধুই সংশয়
আজ আমি দূরে, বহু দূরে আমার সকল প্রিয়জনদের থেকে
তারা এখন সবাই ব্যস্ত, নিজেদের সংসার আর পরিবার নিয়ে
সময়ের সাথে মানুষ ভুলে যায়, প্রয়োজনের তাগিদে আপন করে নেয় যাকে তাকে
আজ শুধু আমি ভাবি, একলা একা বসে বসে দূর পানে চেয়ে...
০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।