বড্ড ক্লান্ত
- অথই মিষ্টি

আজ আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত আমার শরীর আমার মন
‎হৃদয়টা শূন্য হয়ে গেছে, মুছে গেছে সকল স্মৃতি ভিতরের
‎হারিয়ে ফেলেছি হয়তো, জীবনের সমস্ত সুখের আলাপন
‎আজ আর মনে পড়ে না, আমি কি আদৌ ছিলাম কারো আদরের!

‎জরাজীর্ণ হয়ে উঠেছে সময়, রং ছাড়া সাদা কালো হয়ে গেলো জীবন
‎জানিনা আজ কেন, কেন আমার আজ এমন মনে হয়
‎যাদের আদরের ছিলাম আমি, কোথায় আমার সে পরিবার কোথায় সে মা-বোন
‎তবে কি অতীতে তা ছিল, কেবল আমার জীবনে শুধুই সংশয়

‎আজ আমি দূরে, বহু দূরে আমার সকল প্রিয়জনদের থেকে
‎তারা এখন সবাই ব্যস্ত, নিজেদের সংসার আর পরিবার নিয়ে
‎সময়ের সাথে মানুষ ভুলে যায়, প্রয়োজনের তাগিদে আপন করে নেয় যাকে তাকে
‎আজ শুধু আমি ভাবি, একলা একা বসে বসে দূর পানে চেয়ে...


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।