আয়না ঘর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আয়না ঘর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্ল
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************

আয়না ঘর! অন্ধকারের প্রাসাদ!
দেয়াল লাল! রক্তে লাল! আতঙ্কে ভরা!
ফ্যাসিবাদের হাত রচনা করেছিল শাস্তি!
হৃদয় কাঁপে, শ্বাস আটকে—অত্যাচারের নীড়!

প্রতিটি আয়নাতে কাঁদছে শত বিপ্লবী!
চিৎকারে ধ্বনিত, রঙ মাখা প্রতিটি ছায়া!
হাতকড়া! চোখে কাপড় বাঁধা! গলায় ফাঁসের হুমকি!
মুখে লাথি! পিঠে লাঠির আঘাত!
গোপন কারাগারের অশ্রু! রাতভর নির্যাতন!
বক্ষফাটানো চিৎকার! পায়ের তলায় রক্তের চাপ!
দেহ কাঁপে, আত্মা ঘুমন্ত—নির্যাতনের ছায়ায় ভরা!

শত্রুতা বসত! হিংসা প্রতিহিংসার চক্র!
রাজনীতির জাল আঁকড়ে ধরে মানুষকে!
দেয়াল ফেটে চিৎকার করে—
মানবতার রক্তে লেখা আছে ভয়ঙ্কর ইতিহাস!
প্রতিটি পদক্ষেপে ঝরে রক্ত!
প্রতিটি শ্বাসে মিশে ক্রোধ, ব্যথা, অভিশাপ!

কিন্তু কেন ফিরলো আবার আয়না ঘর?
কেন জেগে উঠলো সেই পুরনো আতঙ্ক?
বিপ্লবীর ছত্রছায়ায়, মুক্তির সুরে,
কিন্তু কি বিপ্লবীও পথ ভুলেছে?

হৃদয় বলে—হয়তো পথ হারিয়েছে কখনো!
তবুও ইতিহাস তাদেরই নীরব সাক্ষী!
রক্তের মহাসড়ক! মৃত্যুর ছায়া!
নির্যাতনের ক্রীড়া!—সবই চোখের সামনে!

বিপ্লবী ফিরে এলো!
উঠলো আবার শাপমুক্ত চিৎকার!
“মুক্তি চাই! মুক্তি চাই!”
দেয়াল চিৎকার করে!
আয়না চিৎকার করে!
আকাশ চিৎকার করে!

আয়না ঘর—নিশ্ছিদ্র অন্ধকার নয়!
এখন এটি বিপ্লবের মঞ্চ!
রক্ত ঝরানো ছায়া আর নয়—
এখন মুক্তির আগুন জ্বলে!

দেয়ালে ঝুলছে শারীরিক দমন!
গোপন কোণে লুকানো আতঙ্কের ছায়া!
রক্তের দাগ! চিৎকারের ঢেউ!
রাত্রি জেগে থাকে! ঘুম হারায়! মানুষ কাঁপে!

“আমরা লড়ব! আমরা জাগব!
কোনো দমনে হার মানব না!
মুক্তি চাই! মুক্তি চাই!”

বিপ্লবীর পদক্ষেপে শিখা ঝরে!
বিপ্লবীর চিৎকারে পৃথিবী কাঁপে!
ফ্যাসিবাদের ছায়া! নিপীড়নের সব দম!
আজ ভয় পানির মতো উড়ে যায়!

মুক্তির তুফান! বিদ্রোহের ঝড়!
আয়না ঘর বলছে—
“উঠো! লড়ো! দমনের বিপ্লব গড়ে তোলো!”

প্রতিটি আয়নায় দেখা যায়—রক্তে ভরা মুক্তির আলো!
প্রতিটি দেয়ালে লেখা আছে—সংগ্রামের গান!
ভয়ানক স্মৃতি! আতঙ্ক! নিপীড়ন সব মিলিত!
কিন্তু আমরা জেগেছি! আমরা বাঁচবো!

“মুক্তি চাই! মুক্তি চাই!
উঠো! লড়ো! জাগো! জাগো!
আমরা লড়ব! আমরা জাগব!
কোনো দমনে হার মানব না!”
--------------------------------------------


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।