প্রেমের গোলাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের গোলাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
**********************************

সেই গোলাপের সূরভী,
আজও ভেসে আসে নাকের কাছে,
মৃদু বাতাসে দুলে যায়,
হৃদয়ের তরঙ্গের মাঝে।

দূর থেকে তুমি দিয়েছিলে—
বলেছিলে, “ভালোবাসা নাও।”
আমি নিয়েছিলাম,
হৃদয় জুড়ে সেই কোমল স্পর্শ।
কিন্তু কে জানতো,
এও ছিল এক ছলনা,
প্রেমের আড়ালে লুকানো।

তুমি বলেছিলে—
“ভাল গৃহিনী হবে,
ভাল রমণী হবে।”
আজ কি তুমি তা পারেছো?
গোলাপের পাপড়ি এখনও সতেজ,
কিন্তু প্রেমের পাপড়ি শুকিয়ে গেছে।

এখন আর কেউ বলে না—
দূর থেকে ভালোবাসা নিতে।
আমি নিয়েছি সেই সময়ের প্রেম,
বেচে আছি, হয়তো বেচে থাকবো।

তোমার হাতে এখন আর নেই সেই গোলাপ,
তোমার হৃদয়ে নেই সেই প্রেম।
শুধু বাকি আছে—
প্রেমের শুন্য এক শূন্যতার ছায়া।
-----------------------------------------------


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।