কাটে শুধু ফন্দি
- মোঃ নাসির উদ্দীন
যেই হাতে চুরি হলো পরের সম্পদ,
সেই হাতে জপে নাম, কাটে শুধু ফন্দি।
সুদের কারবারী, হক যার নষ্টে,
আজ সে দরবেশ সাজে, হাসে লোকে মন্দি।
আলেমের বেশে হায়! কতো ভণ্ড ঘুরে,
সত্যের বাণী যার কণ্ঠের বাহিরে।
লোভের শিকার সে, ভয়ে সে নীরব,
তাইতো সমাজ আজ ডুবে যায় আঁধারে।
কথা না বলার ফলে, তাদেরই ভুল কাজ,
মানুষের কাছে তারা আজ হাসিরই পাত্র।
সুদ আর মাদকের বিষাক্ত ছোঁয়া,
যুব সমাজটারে করে দিলো ধ্বংস।
স্বপ্নগুলো মরে, আলো হয় নিভে,
ভবিষ্যৎ আঁকা যেনো এক নিরবংশ।
কেউ করে ধর্ষণ, কেউ বা সমকামী,
চুরি আর ভণ্ডামীর স্রোতে ভেসে যায়।
নকল সে দরবেশ, নকল হাজ্বী সাহেব,
তাদের মুখোশটাও যেনো খসে যায়।
ওহে ভণ্ড দল, শোনো এ সমাজের রব,
সত্যের কাঠিন্যে সবই হবে ভেদ।
মুখোশের আড়াল রবে না আর বেশিদিন,
বিবেক জাগলে হবে সব কলুষের ছেদ।
০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।