চোর নাহি আমি
- মোঃ নাসির উদ্দীন

চুরি করি সবে মোরা, এ জগৎ-ভুবন।
অন্তরে লুকানো চোর, করে আলোড়ন।
কেহ চুরি করে যতো— যতো ধন-সম্পদ,
কেহ করে গো চুরি— সময়ের দ্রুত পদ।

কেহ জোতা চোর হয়, সামান্য তার পাপ,
কেহ করে শত কোটি, তীব্র অনুতাপ।
গহনা-স্বর্ণ চুরি, গরু কিংবা ছাগল,
চুরি করি জ্ঞান যবে, বাড়ে কর্মফল।
বড় চোর হাঁকে রব— "চোর নাহি আমি!"
ছোট চোর কাঁপে ভয়ে— পাপের নিগম ভূমি।

সময়-নামক রথ, দ্রুত চলে যায়,
ক্ষমাহীন তার গতি, নাহি ফিরে চায়।
ক্ষমা-ভিক্ষা না করি, যদি রুদ্ধ মন,
মহাকাল করিবে না পাপের মোচন।
সত্য কহিলাম আজ, এ কঠিন বাণী,
জগতের সবাই চোর, মানি আর না মানি।


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।