নাটক কেবল ছাঁই
- মোঃ নাসির উদ্দীন

বউটি মায়া, বুদ্ধির ধারা, নাটক জানে ভারি,
স্বামী এলেই জ্বীনের ভয় দেখায় সে একসারি!
চোখ উল্টায়, গলায় আওয়াজ, বলে – "ছুঁবি না কই!"
স্বামী বেচারা পালায় দূরে, ভয়ে গায়ে কাঁটা জুই!

বাজারে গেলে হাসে সবাই – "ভাইরে তোরে খায়!"
স্বামী ভাবে, বিয়ে করেই পড়ল বুঝি ছাঁই!
তাবিজ-কবচ সবই দিল, তবু জ্বীন যায় না!
বাসায় ফিরলেই নাটক শুরু – "এই তুই কে রে না!"

শেষে বউ বলে – “ভয় দেখায়ে রাখি তোরে কাছে,
না হলে তুই পালাইতে পারিস মায়ের পাছে!”
স্বামী হেসে বলে – “বউ, ভয় পাই না আর,
ভালোবাসা দিয়া বাঁধো, জ্বীন ছাড়ো এবার!”
বউটি কাঁপে, মুখে আওয়াজ – “আমায় জ্বীনে ধরেছে,”
স্বামী ফিরলেই শুরু হয় সে অভিনয়ের খড়গে।
ভয়ের আবরণে ভালোবাসা রাখে গোপনে,
স্বামী বোঝে না – প্রেম না পাগলপনায় গলে?

নিরবে কাঁদে সে মানুষটা, যার কাঁধে ঘর,
ভালোবেসে পায়নি স্থান, পেয়েছে কেবল পর।
ভয় দিয়ে কি মেলে মন? সংসার কি দাঁড়ায় তাই?
ভালোবাসা চাইলে দাও, নাটক কেবল ছাঁই।

ভবিষ্যৎ ডাকে দূরে, সত্যি প্রেমে ফের,
ভয়ের অভিনয় মুছে ফেলো, বাড়াও ভালো নজর।
স্বামী শুধু শরীর নয়, হৃদয় তারও আছে,
ভালোবাসো মন খুলে, মুছে যাক সব পিছে।


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।