একবার দেখে যা
- রফিকুল ইসলাম রফিক
জানি- ভালো নেই তোরা
এ’জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তি যোদ্ধারা
কিন্তু- যাদের জন্য তোদের এই জীবনের বলি
তারাও কি ভালো আছে আজ?
এ’জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তি যোদ্ধারা
আয়, একবার দেখে যা।
তোরা তো মরেই বরং বেঁচে গিয়েছিস
অথচ আজ দ্যাখ, কী অদ্ভুত সেই পুরোনো ধরণ
পাষন্ড হায়েনারা এখানে আজো বর্তমান
গণতন্ত্রের নতুন লেবাসে জীবনের সকল ক্ষেত্রেই ওদের সূক্ষ্ম বিচরণ
নচের পুতুল আজ সাধারণ সকল মানুষ
সময়ের গোলাবারুদ ও রসদ সব দখলে ওদের।
তোদের সন্তান যারা মুক্তিযুদ্ধ কোনোদিন দ্যাখেনি
অথচ মনেপ্রাণে নিরেট মুক্তিপাগল মাটির মানুষ
নিধিরাম সরদার হয়েই আজ কাঁদছে কেবল জীবন জ্বালায়
ওরা আজ অস্ত্রহীন মুক্তিযোদ্ধা জীবনের যুদ্ধের মাঠে
পেছনে হাতবাঁধা অসহায় চোরের মতো
কেবল খাচ্ছে মার জীবনের বেলা অবেলায় সকল সময়
সবাই ব্যস্ত আজ কেউ তা ফিরে দেখে না
হে বাংলার শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তি যোদ্ধারা, আয়, একবার দেখে যা
তোর সহযোদ্ধা অথবা তোর সন্তান সময়ের যোদ্ধারা
আজ কোথায়, কিভাবে আছে-আয়, একবার দেখে যা।
০৩/১২/২০১৪।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।