আল্লাহ এক, আল্লাহ নূর (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহ এক, আল্লাহ নূর” (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************************
আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন...
হৃদয় জ্বলে তোর নূরে, হে দয়াময় প্রভু।
আকাশ, বাতাস, জল ও ভূমি —
সবই তো তোর তাসবীহে গায় প্রশংসা ধ্বনি।
আল্লাহু, আল্লাহু... আল্লাহু, আল্লাহু..
সূর্য তোরই আদেশে ওঠে, চাঁদ চলে পথে পথে,
তোরই দান বৃষ্টি হয়ে নামে, নদী বয়ে যায় নীরবে।
তুই দয়ালু, তুই গফফার, তোরই হাতে নিয়তি,
তুই দাতা, তুই রিজিকদাতা— তোরই রহমত অগণিত।
লা ইলাহা ইল্লাল্লাহ —
লা শারীকা লাহু!
আল্লাহ নূর, আল্লাহ নূর —
তুই এক, তুই এক, আল্লাহু, আল্লাহু!
যে করে শিরক, সে হারায় আলো,
তার হৃদয়ে জমে অন্ধকার কালো।
লুকমান বলেছিল— “হে পুত্র! শুনো,
শিরক যে অন্যায়, বড়ো অপরাধ এই চূড়ান্ত রূপে।”
লা ইলাহা ইল্লাল্লাহ —
লা শারীকা লাহু!
তাওহীদের ডাকে ফেরে মন—
আল্লাহু, আল্লাহু!
তাওহীদ যে দীপ্ত নূর, শিরক যে অন্ধ পথ,
যে ত্যাগ করে মিথ্যা সব, তারই হয় মুক্ত মত।
“ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আয়্যুশরাকা বিহি”—
এই বাণী বাজে হৃদয়ে চিরকাল জ্বালা দিই।
লা ইলাহা ইল্লাল্লাহ —
আল্লাহ এক, আল্লাহ নূর,
তাঁরই দয়া, তাঁরই হুকুম,
তাঁরই প্রেমে ভরে সুর।
তুই এক রব্ব, তুই পরম দয়ালু,
তোর নামেই জাগে প্রাণ, নিঃস্ব মন ঢালে আলো।
লা শারীকা লাহু— এ তোর ঘোষণা,
তুই নূরের উৎস, তুই চির সৃষ্টিকর্তা।
আল্লাহ নূর, আল্লাহ নূর...
হৃদয়ে জ্বলে তোর সুর...
লা ইলাহা ইল্লাল্লাহ— আল্লাহু, আল্লাহু!
------------------------------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।