মুমিনের পরিচয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুমিনের পরিচয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************

আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ,
মুমিনের সব গুণ আলোয় জ্বালা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ,
সত্যপথে চলা, প্রভুর ছায়ায় ভাসা।

মুমিনের অন্তর আল্লাহর নূরে ভরা,
অন্ধকার দূর হয়, আলোর পথে সজাগ সারা।
সন্দেহ নেই, বিশ্বাস অটল ও স্থির,
আল্লাহর পথে দেয় সে জীবন, স্বচ্ছ নীরবির।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

নামাজে বিনয়ী, মনন ও ধ্যানের মেলায়,
সিজদায় কাঁদে সে, প্রার্থনায় আল্লাহর খেলায়।
রাত জাগে, চোখের পানি ঝরে, প্রেমে ভাসে,
জীবন আলোকিত, সত্যপথে চলা কখনো থামে না।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

হাত ও জিহ্বা নিরাপদ, কাউকে কষ্ট দেয় না,
মিথ্যা বলে না, চাতুরি নেই তার অন্তরপদে।
চরিত্র তার ফুলের মতো, সুবাস ছড়ায় সর্বত্র,
বিনয়ী, নম্র, দয়ালু, অহংকার নেই তার অন্তর।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

ঘৃণা রাখে না, প্রতিশোধ নেই তার অন্তরে,
ক্ষমার ফুল ছড়ায়, শান্তির বার্তা বলে।
অপরাধীকে ক্ষমা করে, দয়া ও মমতায় ভরা,
এই তো প্রকৃত মুমিন, আল্লাহর প্রিয় বান্দা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

৫️⃣ পদ – দান ও সাহায্য (উত্তেজনাময়, উদ্দীপক সুরে)
যা পায়, তা ব্যয় করে অভাবী ভাইয়ের তরে,
দুনিয়ার মোহে নয়, আলোর পথে চলে সবে।
ঈমানের শক্তিতে, সহানুভূতিতে ভরা,
মুমিনের জীবন আলোকিত, আল্লাহর করুণা ধারা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

মুমিন নবীর আদর্শে চলে, ভালোবাসে উনাকে,
রাসূল (সাঃ) তার পথের আলো, চিরন্তন সহচরী।
হৃদয় থেকে বলে — “হে রব, ভালোবাসি সর্বক্ষণ,”
এই ভালোবাসাই মুমিনের ঈমানের মূল পরিচয়।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

পরীক্ষায় ধৈর্য ধরে, বিপদে ভয় পায় না,
সত্যপথে অটল, হাল ছাড়ে না, নির্ভীক সে।
মুমিন জানে আখিরাতই চূড়ান্ত পুরস্কার,
সেই বিশ্বাসে হাসে, মৃত্যুর ক্ষণে প্রভুপ্রেমে ভরা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

মুমিন আলোর দূত, দুনিয়ায় শান্তির বার্তা,
অন্যের দুঃখ ভাগ করে, দেয় সাহায্যের ভার্তা।
হৃদয় তার খোলা, চোখে ন্যায় ও দয়া,
এই মুমিনই আল্লাহর প্রিয়, জান্নাতের প্রান্তর আশা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ।

আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ,
মুমিনের সব গুণ আলোর পথে জ্বালা।
আল্লাহু আল্লাহ, রাব্বি আল্লাহ,
সত্য, ধৈর্য, দয়া—আল্লাহর প্রিয় বান্দা।

-------------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।