ঈমানদারের বিপ্লবী গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঈমানদারের বিপ্লবী গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

হে ঈমানদার, হে মুমিন!
উঠো—আল্লাহর নূরে ভাসো,
ধ্বনিত করো হাকিকতের সুর, প্রেমের গান,
লালিত স্বপ্নে হৃদয় নাচুক, হাওয়ায় মুসকান হাসো!

মুমিন সে, যার চেতনা ঘায়ের মামুলি,
যার চোখে ঝরে দরিদ্রের জন্য আশক-এ-মেহেরবানি,
হৃদয়ে জ্বলে ন্যায়ের শামস-এ-হাকিকত।
তার হাতে শক্তি, তার জিহ্বায় সত্য,
বিপদের অন্ধকারেও নূর-এ-ইলাহি খোঁজে।

শিরক ও কপটতা—দূরে সেগুলো,
ধৈর্য্যের আগুনে ধবন হয় তার মন।
কল্যাণ ও সেবায় ভাসে তার প্রাণ,
উচ্চারিত নাম ইয়াহ আল্লাহ—ধ্বনিতে গাথা,
প্রেম ও ভক্তি জাগায় রাহ-এ-খায়র।

উঠো, হে মানব! দেখো তার পথ,
নামাজ কে ছায়ায় সে ধ্যানমগ্ন,
জাকাত কা স্পর্শ উজ্জ্বল তার অন্তর।
পাপ থেকে বিরত, কল্যাণে উদ্দীপ্ত,
শুদ্ধ হৃদয়, দৃঢ় মন—এ মুমিনের প্রতিচ্ছবি।


যেখানে দারিদ্র্য, যেখানে অসহায়ের তৃষ্ণা,
সে এগিয়ে যায় সাহস ও সেবার ঢেউয়ে।
তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় আল্লাহর নাম,
তার চোখে জ্বলে প্রেমের অমোঘ দীপ,
যেন বিশ্ব জুড়ে জাগায় ইংেলাব-এ-হাকিকত।

মুমিনের পদচারণায় শুদ্ধ মাটি,
মন উজ্জ্বল, হৃদয় কৃতজ্ঞ।
হৃদয়, জিহ্বা ও কর্মে এক—য়ে হি আসলি ঈমান।
রাহ-এ-ইলাহি তে প্রতিটি পদক্ষেপ
ফিরিয়ে আনে কল্যাণ, শান্তি ও ন্যায়ের জোয়ার।

হে মানব! ধরো এই পথ,
যেখানে নূর-এ-ইলাহি, হাকিকতের গীত,
প্রেম ও ধৈর্য্যের অমলিন আলো,
উচ্চারো—মুমিন কি ইংকিলাবি পায়ঘাম,
উঠো! জাগো! আল্লাহর সাথী হও চিরকাল!
------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।