সাম্যের গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

“আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন…”
হৃদয়ে নূরের আলো ভেসে আসে,
মানবতার মেহরবানী ছড়িয়ে যায় চারিদিকে।

সকল মানুষের হৃদয় এক,
মুসলিম অমুসলিম—একই পৃথিবীর বান্দা।
ন্যায়, ভালোবাসা, সদাচরণের আলো,
ইনসাফের বাতাসে ভেসে যায় শান্তির গান।

যে মানুষ তোমার পথে বাধা দেয় না,
যে কেবল শান্তি চায়, হৃদয় ভরা মোহব্বতে,
তার সঙ্গে বন্ধুত্ব, সদাচরণের মিলন,
এ আলোর ডাকে মিলেমিশে চল।
ইন্নামা আল-মুমিনুন ইখওয়া, হৃদয় বলে,
সকলকে ভাই বানাও, ভ্রাতৃত্বের সেতু বানাও।

যে আক্রমণ করে, যার মনে ফিতনা ও বিদ্বেষ,
তার বিরুদ্ধে দাঁড়াও সততা ও হক এর পথে।
অত্যাচারের অন্ধকারে নয়,
ন্যায়ের দীপ জ্বলে, শান্তির রং ছড়িয়ে যায়।

সকল মানুষের হৃদয় এক,
মুসলিম অমুসলিম—একই পৃথিবীর বান্দা।
ন্যায়, ভালোবাসা, সদাচরণের আলো,
ইনসাফের বাতাসে ভেসে যায় শান্তির গান।

বাণিজ্যে সততা, কথায় সদাচরণ,
প্রতিটি স্পর্শে মানবিকতার আলো।
ধর্মের ফাঁকে ফাঁকে বন্ধুত্বের বাঁশি বাজে,
মুক্ত আকাশের নীচে আলোর রহমত আসে।

ধর্ম, বর্ণ, জাতি ভেদ নয়,
মানবিকতার সেতু বেঁধে রাখো।
ন্যায়ের নদী বয়ে চলে—চিরন্তন বসন্তে,
সকল হৃদয় মিলেমিশে শান্তির বীজ বুনে যায়।

সকল মানুষের হৃদয় এক,
মুসলিম অমুসলিম—একই পৃথিবীর বান্দা।
ন্যায়, ভালোবাসা, সদাচরণের আলো,
ইনসাফ ও মেহরবানী-এর বাতাসে ভেসে যায় শান্তির গান।
------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।