নড়বড়ে অন্তর
- অথই মিষ্টি
জীবন যখন থমকে দ্বাড়ায় স্বপ্নগুলো কাঁদে
ইচ্ছে গুলোর ডানা ভেঙে থাকে বুকের মাঝে
আবেগ গুলো হাবুডুবু খায় আঁখির অথৈ জলে
মুখের কথায় মানুষ শুধু ধৈর্য ধরতে বলে
রঙিন এ পৃথিবীর রং তখন ধূসর লাগে চোখে
জীবনের লক্ষ্যে বাধা আসে আর দখলদারী দুঃখে
আনন্দ সুখ সব জীবন থেকে যেন নেয় অবসর
মুহূর্তেই থরথর কেঁপে ওঠে এই নড়বড়ে অন্তর
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।