মানবতার জোছনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবতার জোছনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************
মেহরবানি হৃদয়ে জ্বলে আলো, দুঃখীর পাশে হোঁসলা,
প্রেমের নদী বয়ে যায়, প্রতিটি প্রাণে মহব্বতলা,
দুঃখীকে দাও আশ্রয়, নূরালা দাও দয়া,
নিরাশার অন্ধকারেও ছড়াও শান্তির সুলহালা।
ভিন্নতার আড়ালে লুকানো আছে একতার ইজ্জতালা,
সহমর্মিতায় বোনা বন্ধনের সৌন্দর্য ফরহাদালা,
হাসির ঝরনা বয়ে যায়, চোখে চোখে খুশালা,
শব্দের মধুরতায় ছড়াও বন্ধুত্বের সঙ্গালা।
প্রাণে প্রাণ মিলাও, জীবনের পথে আলো নূরানা,
দুঃখী হৃদয়কে ঢেকে দাও ভালোবাসার রহমানা,
আহবায়া ছড়াও, আরহাম দাও, মহব্বতানা,
প্রতি পদক্ষেপে ছড়াও ন্যায়ের হামদালা।
শান্তি ছড়াও চারিদিকে, বিরক্তির ধূম্রপানা,
শব্দের শক্তিতে গাও গান, মিলনের আহ্বানা,
যে চোখে আলো, সেই হৃদয় জানে আশানা,
যে মুখে হাসি, সেই প্রাণ দেয় পাহানা।
ভালোবাসার স্রোত বইছে, মুছে দেয় অন্ধকারের হুফানা,
মানবতার গান গাও, ছড়াও চিরন্তন ফখরানা,
হৃদয়ের কোণে জ্বালো মানবতার মোহরানা,
সহমর্মিতার আলো দিয়ে ভরো সমগ্র দুনিয়ানা।
এ পথ আল্লাহর সন্তুষ্টির, রক্ষা করো সৃষ্টির মর্যাদানা,
মানবতার দীপ জ্বালো চিরকাল, ছড়াও চিরন্তন নূরানা,
দুঃখীকে পাশে নাও, তার ব্যথা ভাগ করো হামদানা,
প্রেম ও দয়া দিয়ে ভরো সকলের হৃদয় মেহরানা।
মানবতার জোছনা ছড়াও, অন্ধকারে আলো নূরানা,
ভালোবাসার স্রোতে ভাসাও পৃথিবী, চিরন্তন মহব্বতানা,
আহবায়া, ছড়াও, রাহমত ছড়াও, প্রতিটি প্রাণে ফুটুক নূরানা,
হৃদয়ে মানবতার দীপ জ্বালো চিরকাল, ছড়াও চিরন্তন নূরানা।
-----------------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।