মানবতার জোছনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবতার জোছনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
দিলের আগুন জ্বলে, দুঃখীর পাশে হম্মত,
জালমের শিকল ভাঙো, প্রতিটি হৃদয়ে মহব্বত,
মজলুমকে দাও আশ্রয়, দাও দয়া, দাও নূর,
অন্ধকার ভেঙে ছড়াও বিদ্রোহের রোশনী।
ভিন্নতার জঞ্জিরে লাগোড়ো, জাগাও একতার ইযত,
নিষ্ঠুরতার চোখে জল, ছড়াও সহমর্মিতার খুবি,
হাসির ঝরনা বয়ে যায়, চোখে চোখে খুশি,
শব্দের শক্তিতে উঁচু করো মানবতার সংগত।
প্রাণে প্রাণ মিলাও, জীবনের পথে আলো নূরানা,
অত্যাচারের কাঁটায় দাঁড়াও, ছড়াও মহব্বতের রহমত,
পুকার ছড়াও, বিদ্রোহের সুর বয়ে যাও মহব্বতানা,
প্রতি পদক্ষেপে উঁচু করো ন্যায়ের পতাকা মদ্দ।
ঘৃণার অন্ধকার ভেঙে দাও, ছড়াও মানবতার ধূম্রপানা,
গানের তাল ছড়াও, সিংহের মতো আহ্বানা,
যে চোখে আলো, সেই হৃদয় জানে আমীদ,
যে মুখে হাসি, সেই প্রাণ দেয় বিদ্রোহের হোসলা।
মহব্বতের নদী বইছে, মুছে দেয় অন্যায়ের সায়া,
মানবতার গান গাও, ছড়াও চিরন্তন ইফতার,
হৃদয়ের কোণে জ্বালো বিদ্রোহের রোশনী,
হমদর্দির আলো দিয়ে ভরো সমগ্র খুবি।
এ পথ আল্লাহর সন্তুষ্টির, রক্ষা করো সৃষ্টির ইযত,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ছড়াও চিরন্তন রোশনী,
মজলুমকে পাশে নাও, তার ব্যথা ভাগ করো মদ্দ,
প্রেম ও বিদ্রোহ দিয়ে ভরো সকলের হৃদয় খুবি।
মানবতার জোছনা ছড়াও, অন্ধকারে আলো নূর,
প্রেম ও বিদ্রোহ মিলিয়ে ভাসাও পৃথিবী মহব্বতানা,
পুকার ছড়াও, নারা বিখরাও, প্রতিটি প্রাণে ফুটুক নূরানা,
হৃদয়ে মানবতার দীপ জ্বালো চিরকাল, ছড়াও চিরন্তন রোশনী।
-------------------------------------------------------
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।